ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি ভক্ত সুইজারল্যান্ড কোচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
মেসি ভক্ত সুইজারল্যান্ড কোচ ছবি: সংগৃহীত

ঢাকা: মঙ্গলবার নক আউট পর্বের ম্যাচে মাঠে নামবে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা। মেসি ভক্ত সুইজারল্যান্ড কোচ অটমার হিটজফেল্ড বলেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে আটকানোর বিশেষ কোনো পরিকল্পনা তার দলের নেই।



গ্রুপ পর্বের তিন ম্যাচে চার গোল করে আর্জেন্টাইন অধিনায়ক মেসি রয়েছেন দারুন ফর্মে। তারপরও হিটজফেল্ড মনে করেন তার শিষ্যদের মেসিকে বিশেষভাবে পাহারা দেবার প্রয়োজন নেই। তার বিশ্বাস ২৭ বছর বয়সী মেসিকে দলগতভাবে খেলেই পরাস্ত করা সম্ভব।

হিটজফেল্ড বলেন, ‘মেসির বিপক্ষে ম্যান-টু-ম্যান রাখব? না, আমাদের দল মাঠে এমনিতেই কার্যকরী ভূমিকা রাখবে। এ পর্যায়ে দলের প্রতিটি খেলোয়াড়কে নিজ নিজ মনোযোগ ধরে রাখতে হবে। প্রত্যেককে দলের জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে। ’

মেসিকে আটকাতে দলের স্বমন্বয়কে গুরুত্বপূর্ণ মনে করেন হিটজফেল্ড। তিনি আরো বলেন, ‘প্রত্যেকে দলের প্রয়োজনে এগিয়ে আসলে আমরা মেসিকে আটকাতে পারব। তাকে নিয়ে আমরা কোনো স্বপ্ন দেখিনা। তবে আমি তার খেলা উপভোগ করি। অন্যান্য ফুটবল প্রেমীদের মতো আমি মেসির খেলার ভক্ত। ’

মেসিকে নিয়ে হিটজফেল্ডের কপালে চিন্তার কোনো রেখা না দেখা গেলেও তিনি বলেন, ‘মেসি মঙ্গলবারের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে তেমন কিছু করতে পারবেন না, যা আমাকে অনুপ্রানিত করছে। তারপরও দেখার বিষয় সে কতটা সাফল্য দেখাতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ৩০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।