নকআউটের পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চত করলো তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও একবারের বিশ্বচ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ফ্রান্স।
ইতোমধ্যে ব্রাজিল-কলম্বিয়া এবং নেদারল্যান্ড-কোস্টারিকা কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে।
আগামী ৪ জুলাই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। বাংলাদেশ সময় রাত ২টায় ব্রাজিলের ফোর্তলেজা শহরের কেস্টেলাও স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।
একইদিন রাত ১০টায় রিও ডি-জেনেরিও শহরের মারাকানা স্টেডিয়ামে ফ্রান্স মুখোমুখি হবে তিনবারে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে।
অন্যদিকে ৫ জুলাই রাত ২টায় সালভেদরে নেদারল্যান্ডের মুখোমুখি হবে কোস্টারিকা।
১ জুলাই আর্জেন্টিনা-সুইজারল্যান্ড এবং বেলজিয়াম-যুক্তরাষ্ট্রের মধ্যে যে দু’দল জয় পাবে তারা কোয়ার্টার ফাইনালে যাবে।
জার্মানি এবং ফ্রান্সের মধ্যে এর আগে ২৫টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য ফ্রান্স ১১টিতে এবং জার্মানি ৮টিতে জয় পায়। অন্য ৬টি খেলা ড্র হয়েছে। মোট গোল হয়েছে ৮৩টি। এর মধ্যে প্রান্স করেছে ৪১ এবং জার্মানি করেছে ৪২টি গোল।
বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪