ঢাকা: চিলির বিপক্ষে ম্যাচে উরু ও হাঁটুতে আঘাত পাওয়ায় পরবর্তী ম্যাচ অর্থাৎ কোয়ার্টার ফাইনালে নেইমারের খেলার যে শঙ্কা দেখা দিয়েছিল সে দুঃশ্চিন্তা নেই বলে জানিয়েছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন।
কনফেডারেশন জানায়, দলের চিকিৎসক জোসে লুইজ রানকো বলেছেন, উরু ও হাঁটুতে আঘাত পেলেও কোয়ার্টার ফাইনালের আগেই সেরে উঠবেন নেইমার, অর্থাৎ ফোর্তালেজায় কলম্বিয়ার বিপক্ষে শুক্রবারের সেরা চারে ওঠার লড়াইয়ে পোস্টারবয়ের খেলা নিয়ে উদ্বেগের কিছু নেই।
চিলির বিপক্ষে ম্যাচের পর নেইমারের পরবর্তী ম্যাচ খেলতে পারা নিয়ে শঙ্কা প্রকাশ করেন কোচ লুইজ ফেলিপ স্কলারি। তবে তিনি জানান, চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমারকে দ্রুত মাঠে নামাতে।
ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনহো বলেন, আমরা আশা করি পরবর্তী ম্যাচ খেলতে নেইমার দ্রুত সেরে উঠবেন।
শনিবারের নকআউটের লড়াইয়ে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১-১ গোলে অমীমাংসিত থাকে ব্রাজিল-চিলি ম্যাচ। পরে টাইব্রেকারে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে নেইমার-অস্কারদের ব্রাজিল।
বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪