ঢাকা: ব্রাজিলের প্রধান ভরসা স্ট্রাইকার নেইমারকে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে খেলার ছাড়পত্র দিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। মারকানায় কোয়ার্টার ফাইনালে নেইমার খেলতে পারবেন কি পারবেন না, এ অনিশ্চয়তা দূর হলো।
শেষ ষোলোয় চিলির বিপক্ষে খেলতে নেমে হাঁটু ও থাই ইনজুরিতে পড়েন এই বার্সা তারকা। এতে অনিশ্চয়তা দেখা দেয় কোয়ার্টার ফাইনালের ম্যাচ খেলা নিয়ে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের কমিউনিকেমন ডিরেক্টর রড্রিগো পাইভা নিশ্চিত করেছেন, বার্সেলোনা স্ট্রাইকারের চিকিৎসা চলছে। এটা খেলার জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না। তিনি অনুশীলনেও সম্ভবত অংশ নিতে পারবেন। আশা করছি কলম্বিয়ার বিপক্ষে তিনি খেলতে পারবেন।
ব্রাজিলিয়ান কোচ স্কলারি বলেছিলেন, নেইমার যখন খেলা শেষে ড্রেসিং রুমে ফেরেন তখন তার থাই ফুলে উঠেছিল। কিন্তু তাকে কোয়ার্টার ফাইনালে খেলানোর
জন্য সব রকম চেষ্টা চলছে।
বাংলাদেম সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪