ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

পিনিলার পিঠে ব্রাজিল ম্যাচের অভিশপ্ত গোলবার!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুলাই ১, ২০১৪
পিনিলার পিঠে ব্রাজিল ম্যাচের অভিশপ্ত গোলবার! ছবি: সংগৃহীত

ঢাকা: নকআউটে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে পেনাল্টিতে হার হয়তো পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত যন্ত্রণা দেবে চিলিয়ানদের। ব্রাজিলের গোলরক্ষক হুলিও সিজার দু’টি শট আটকে দেওয়ার পর চিলির জয়-পরাজয় নির্ধারণী স্ট্রাইকার মরিসিও পিনিলার পঞ্চম শটটি আটকে দেয় প্রকৃতি (গোলবার)।

আর তাতে পুরো চিলিয়ানদের কাছে ‘ভিলেন’ বনে যান পিনিলা।

ব্রাজিল-চিলি ম্যাচের পুরো ১২০ মিনিট ১-১ ড্র থাকায় পেনাল্টিতে গড়ায় ম্যাচ। তবে ১১৯ মিনিটে সেই পিনিল্লার শটই গোলবারে লেগে ফিরে আসে। শেষ মুহূর্তের ওই শট ফিরে আসা ছিল চিলির ম্যাচে হেরে যাওয়ারই ইঙ্গিত, মনে করেন অনেকেই।

তবে পেনাল্টির নয়, ১১৯ মিনিটে গোলবার থেকে ফিরে আসা সে শট মনে রাখার উদ্যোগ নিয়েছেন পিনিলা। এজন্য গোলবারে লেগে ফিরে আসা সে মুহূর্ত স্মরণ করতে পিঠে ট্যাটু এঁকেছেন তিনি। ট্যাটুতে হুবহু সেই হৃদয় পোড়ানো দৃশ্য।

শেষ মুহূর্তের ওই শটে গোলবার বাধা হয়ে না দাঁড়ালে হয়তো সে ম্যাচ জিতে যেতো চিলি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।