ঢাকা: কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে কলম্বিয়ার রাজধানী বেগোতায় শেভিং ফোম ও ময়দা বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের অ্যালকোহল বিক্রিও।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।
আনন্দ প্রকাশের ভাষা হিসেবে কলম্বিয়ানরা শেভিং ফোম ও ময়দা ব্যবহার করেন। এতে অনেকের সঙ্গে গোলযোগের সৃষ্টি হয় ও সম্পদ নষ্ট হয়। এ কারণে শুক্রবার কোয়ার্টার ফাইনালের আগে দেশটির সরকার এগুলো বিক্রি নিষিদ্ধ করেছে বলে সংবাদ মাধ্যম জানায়।
গত শনিবার নকআউট পর্বে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে কলম্বিয়া ২-০ গোলে জয়লাভের পর ময়দা ও শেভিং ফোম ব্যবহার নিয়ে দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা হয়। এসব ঘটনায় প্রায় ৩৫ জন আহত হন।
এরপর প্রায় সাড়ে তিন হাজার মারামারির ঘটনা থানায় লিপিবদ্ধ করা হয় বলে জানিয়েছে বেগোতা পুলিশ।
ফলাফল যাই হোক দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।
আগামী ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকায় আরেক দেশ কলম্বিয়া।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪