ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ব্রাজিলের বিপক্ষে খেলার দিন কলম্বিয়ায় ছুটি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
ব্রাজিলের বিপক্ষে খেলার দিন কলম্বিয়ায় ছুটি সংগৃহীত

ঢাকা: আগামী ৪ জুলাই স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে কলম্বিয়া। দেশের সরকারি কর্মকর্তারা যেন ম্যাচটি দেখা থেকে বঞ্চিত না হন সেজন্য, ওইদিন বিকেলে সব সরকারি কর্মকর্তার ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।



প্রেসিডেন্ট নিজেও ম্যাচটি থেকে বঞ্চিত হতে চান না। সরাসরি উপভোগের জন্য ম্যাচের দিন সকালে ব্রাজিল যাওয়ার কথা জানিয়েছেন।

ফোর্তেলেজার এস্তাদিও কাস্তিলাও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে, শুক্রবারের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে কলম্বিয়ার রাজধানী বেগোতায় শেভিং ফোম ও ময়দা বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের অ্যালকোহল বিক্রিও।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।