ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ফুটবল

বিয়ার বোতল খুলতে সুয়ারেজের দাঁত

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৯, জুলাই ৪, ২০১৪
বিয়ার বোতল খুলতে সুয়ারেজের দাঁত

উরুগুয়ের লুইস সুয়ারেজের জন্য জিল্লতির কমতি নেই। প্রতিপক্ষ খেলোয়াড়ের কাঁধে কামড় বসিয়ে বিশ্বকাপ ফুটবলের এবারের আসরে তার স্বপ্ন চুরমার হয়েছে।

আন্তর্জাতিক ফুটবল থেকে চার মাসের জন্য তাকে নিষিদ্ধ করেছে ফিফা। কিন্তু এ শাস্তিই তার জন্য যেনো যথেষ্ট নয়! আর সে কারণেই একের পর এক অপমান সইতে হচ্ছে এই কামুড়ে খেলোয়াড়কে।

অনলাইন ভরে গেছে সুয়ারেজের দাতাল ছবিতে। সবশেষ সংস্করণ, লুইস সুয়ারেজের নামে তৈরি হয়েছে বিয়ার বোটল ওপেনার। সুয়ারেজের একটি কার্টুন ছবি দিয়ে এই বোতল খোলার উপরকণটি বারগুলোতে ব্যবহার শুরু হয়ে গেছে হরদম। বলা হচ্ছে অন্তত ভালো একটি কাজে সুয়ারেজের দাঁতগুলো ব্যবহারের সুযোগ মিললো।

জনপ্রিয় অকশন সাইট ই-বে তার পণ্য তালিকায় এই বোটল ওপেনারটি যোগ করেছে। মাত্র ৬.৫০ পাউন্ডে তা পাওয়া যাবে।  

বাংলাদেশ সময় ১৫৩৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।