ঢাকা: চলতি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ইউরোপের দুই জায়ান্ট চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্স ও জার্মানি। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় রিওডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ‘অঘোষিত এ ফাইনালে’ নামে দু’দল।
ইতিহাসের ধারাবাহিকতা নাকি বিরাশির পুনরাবৃত্তি, এমন আশঙ্কা-সম্ভাবনা নিয়ে মুখোমুখি হয়েছে ইউরোপের দল দু’টি।
লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখছেন ফরাসি কোচ দিদিয়ের দেশাম। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ফরাসিদের ফেভারিত বলে ইঙ্গিত দেন তিনি।
শুক্রবারের এ ম্যাচের আগে দল দু’টির ২৫ বারের লড়াইয়ে ফ্রান্স ১১টিতে জয় পায়। জার্মানি জয় পায় ৮টিতে। বাকি ৬টির ফল অমীমাংসিত।
পরিসংখ্যান যাই হোক, শিরোপা প্রত্যাশী জার্মানিও নিজেদের পিছিয়ে রাখছে না। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি ঘটানোর কথা ব্যক্ত করেছেন জার্মানদের কোচ জোয়াকিম লো। সেবারের লড়াইয়ে পেনাল্টিতে ফরাসিদের বিপক্ষে জয় তুলে নেয় তিন বারের চ্যাম্পিয়নরা।
ফ্রান্স-জার্মানি লড়াইয়ে মাঠে রেফারির দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার নেস্তর পিতানা। সহকারী হিসেবে রয়েছেন স্বদেশি হারনান মাইদানা ও জুয়ান পাবলো বেলাত্তি। এছাড়া চতুর্থ কর্মকর্তা হিসেবে রয়েছেন সুইডেনের জোন্স এরিকসন।
জার্মানির পক্ষে মাঠে নেমেছেন যারা: ম্যানুয়েল ন্যুয়ার (গোলরক্ষক), হাউদেস, ম্যাট হামেলস, খেদিরা, বাস্তিয়ান শোয়েন্সটেইগার, মেসুত ওজিল, মিরোস্লাভ ক্লোসা, থমাস মুলার, ফিলিপ লাম, টনি ক্রুস ও বোয়াটেং।
ফ্রান্সের পক্ষে মাঠে নেমেছেন যারা: লরিস (গোলরক্ষক), দেবুচি, এভরা, ভারানে, শাকো, ক্যাবায়, ভ্যালবুয়েনা, করিম বেনজেমা, গ্রিজম্যান, ম্যাতুইদি ও পল পগবা।
দু’দলের এ লড়াইয়ে যারা জিতবে তারা চলে যাবে শিরোপার আরও এক ধাপ কাছে, সেমিফাইনালে।
দলকে জেতাতে ম্যাচে নিঃসন্দেহে সর্বোচ্চটি উজাড় করে দেবেন গোল্ডেন বুট জেতার দৌঁড়ে থাকা করিম বেনজেমা এবং থমাস মুলাররা।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৪