ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

জার্মানির সেমিফাইনাল রেকর্ড

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৪
জার্মানির সেমিফাইনাল রেকর্ড

ঢাকা: ফিফা ফুটবল বিশ্বকাপে অন্যরকম রেকর্ড গড়লো তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। শুক্রবার ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থবার সেমিফাইনাল খেলার রেকর্ড গড়লো দলটি।



প্রথম কোনো দল হিসেবে নিজেদের গড়া ২০১০ সালের আসরে টানা হ্যাটট্রিক সেমিফাইনাল খেলার রেকর্ড ভাঙলো ইউরোপীয় জায়ান্টরা।

২০০২ সালের কোরিয়া-জাপান বিশ্বকাপে সেমিফাইনাল উতরানো জার্মানি ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে পরাস্ত হয়।

এরপর ২০০৬ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপেও সেমিফাইনাল খেলে জার্মানরা। সেবারের লড়াইয়ে ইতালির কাছে ২-০ গোলে হেরেছিল দলটি।

আর ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল পোডলস্কি-ক্লোসা-মুলার-ওজিলদের জার্মানিকে।

এবারের ‍আসরে সেমিফাইনালে জার্মানির সামনে স্বাগতিক ব্রাজিল। টানা চারবার সেমিফাইনাল খেলার রেকর্ড গড়া জার্মানি প্রথম সেমিফাইনালে উতরে গেলেও পরের দু’টিতে ব্যর্থ হয়, শেষটিতে শেষ হাসি হাসতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে ৮ জুলাই পর্যন্ত।

বাংলাদেশে সময়: ০০২২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।