ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমরা হেক্সা জিতব রাশিয়ায়

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
আমরা হেক্সা জিতব রাশিয়ায়

ঢাকা: জার্মানির কাছে সাত গোলে হারের পর ব্রাজিল এখন সমালোচনার তুঙ্গে। জ্বলছে খেলোয়াড় সমর্থকদের অন্তর, পুড়ছে বাস, প্রিয় খেলোয়াড়ের জার্সি, পতাকা।

তবু যেন মিটছে না ক্ষোভ।

এত কিছুর পরেও দলের পাশে দাঁড়ালেন ফুটবল জাদুকর পেলে। মঙ্গলবারের পরাজয় ভুলে ব্রাজিলকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নজর দিতে বললেন এ কিংবদন্তি ফুটবলার।

টুইটারে তিনি লিখেছেন, আমরা হেক্সা জিতব রাশিয়ায়। অভিনন্দন জার্মানি।

তিনি আরও লিখেছেন, আমি সবসময় বলি ফুটবল হলো বিস্ময়ের খেলা। পৃথিবীর কেউ এ ফলাফল আশা করেনি।

১৯৫০ সালের পর এ নিয়ে দ্বিতীয়বার ব্রাজিল বিশ্বকাপ আয়োজন করলো। সেবার স্বাগতিদের ‘মারাকানা ট্রাজেডি’র দুঃখ ষষ্ঠ শিরোপা জয়ে মুছে যাবে, এই আশায় বুক বেঁধেছিল সবাই। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের অকল্পনীয় হারে রেস থেকে বিদায় নিতে হলো সেলেকাওদের।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।