ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে সর্বকালের সেরা মানতে নারাজ মরিনহো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
মেসিকে সর্বকালের সেরা মানতে নারাজ মরিনহো হোসে মরিনহো

ঢাকা: আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক ও ফুটবলের বিস্ময়বালক লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মানতে রাজি নন ইংলিশ ক্লাব চেলসির কোচ হোসে মরিনহো।

তিনি মনে করেন, সর্বকালের সেরা হতে মেসিকে এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে।



সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, মেসি অসাধারণ খেলোয়াড় এটা সত্যি। তবে, অসাধারণ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয় তার জন্য নয়।

মরিনহো বলেন, এ দশকের ঐতিহাসিক খেলোয়াড় হিসেবে মেসির বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই। আমি তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবেও মানতে রাজি নই।

নেদারল্যান্ডসের অ্যারিয়েন রোবেন, জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের এবং ফ্রান্সের পল পগবাকে বিশ্বকাপের এবারের আসরের সেরা খোলোয়াড় বলে মনে করেন এ বর্ষিয়ান কোচ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।