ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বারিধারার বিপক্ষেও চট্টগ্রাম আবাহনীর জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, এপ্রিল ১১, ২০১৬
বারিধারার বিপক্ষেও চট্টগ্রাম আবাহনীর জয় ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাধীনতা কাপের চলমান আসরে আবারো জয় তুলে নিয়েছে চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবারের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ২-১ গোলে জিতেছে বন্দর নগরীর দলটি।

‘এ’ গ্রুপে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে নিজেদের পরের ম্যাচে নেমেছিল চট্টগ্রাম আবাহনী। দলের জয়ে গোল করেন জাহিদ হোসেন ও হাইতির ফরোয়ার্ড ফ্যাব্রিস নোয়েল।

১২তম মিনিটে দশজনের দলে পরিণত হয় বারিধারা। রেফারির সঙ্গে বাজে আচরণের দায়ে লাল কার্ড দেখে মাঠের বাইরে যান নাইজেরিয়ান মিডফিল্ডার কোসোকো ওলাসুকানমি। প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে চট্টগ্রাম আবাহনী।

বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে লিড নেয় আবাহনী। জাহিদ হোসেনের গোলে এগিয়ে যায় তারা। ৬৮তম মিনিটে জাহিদের অ্যাসিস্টে বারিধারার জালে দ্বিতীয়বার বল জড়ান ফ্যাব্রিস নোয়েল। তবে, ৮৯তম মিনিটে সবুজের দারুণ গোলে ব্যবধান কমায় বারিধারা।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ১১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।