ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বহিষ্কার হতে যাচ্ছেন মিলান কোচ মিহাজলোভিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, এপ্রিল ১২, ২০১৬
বহিষ্কার হতে যাচ্ছেন মিলান কোচ মিহাজলোভিক ছবি: সংগৃহীত

ঢাকা: এসি মিলানের প্রধান কোচের ভূমিকা থেকে বহিষ্কার হতে যাচ্ছেন সিনিসা মিহাজলোভি। আর তার জায়গায় সাময়িক সময়ের জন্য সিরিআ জায়ন্টদের দলে আসতে পারেন ক্রিস্টিয়ান ব্রোচ্ছি।

ধারণা করা হচ্ছে মিলান প্রেসিডেন্ট সিলভিও বারলুসচোনি সোমবার ব্রোচ্ছির সঙ্গে সাক্ষাত করেছেন।

মিলান আশা করছে মঙ্গলবার (১২ এপ্রিল) সাবেক লাজিও তারকা মিহাজলোভিককে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর একই দিন সাময়িক সময়ের জন্য কোচ হবেন ব্রোচ্ছি। সেই সঙ্গে চলতি মৌসুমের শেষ পর্যন্ত থাকবেন তিনি।

দুই বছর সাম্পদোরিয়া থাকার পর মিলানের কোচ হন সাবেক সার্বিয়ান ফুটবলার মিহাজলোভিক। আর ২০১৫-১৬ মৌসুমে তিনি মূল কোচের ভূমিকায় কাজ করা শুরু করেন। তবে সিরিআ লিগে দলের বাজে পারফরম্যান্সের কারণে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।

মিহাজলোভিকের অধীনে প্রথম সাত ম্যাচের চারটিতেই হারে মিলান। আর সম্প্রতি টানা পাঁচ ম্যাচে কোন জয় পায়নি এক সময়ের ইউরোপা কাঁপানো মিলান।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।