ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

মোহামেডানের দুর্দান্ত জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, এপ্রিল ১৭, ২০১৬
মোহামেডানের দুর্দান্ত জয় ছবি : সংগৃহীত

ঢাকা: চলমান স্বাধীনতা কাপের হাইভোল্টেজ ম্যাচে বড় জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি আসরে উড়তে থাকা চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় জয় পায় মোহামেডান। দলের হয়ে জোড়া গোল করেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। এছাড়া গোল পেয়েছেন মাশুক মিয়া জনি, বিপুল আহমেদ ও ইউসুফ সিফাত। অপরদিকে, বন্দর নগরীর দলটির হয়ে একমাত্র গোলটি পেয়েছেন তারকা স্ট্রাইকার জাহিদ হোসেন।

ম্যাচের ২০তম মিনিটে মোহামেডানকে প্রথম গোল পাইয়ে দেন বাঙ্গুরা। ৩২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুন করেন বিপুল। তবে, ৩৬ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে ব্যবধান কমান চট্টগ্রাম আবাহনীর জাহিদ।

২-১ গোলের স্কোর ধরে রেখে বিরতিতে যায় দুই দল। বিরতির পর ম্যাচের ৫০ মিনিটের মাথায় দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোল করেন বাঙ্গুরা। ৬৫ মিনিটে চতুর্থ গোলটি আসে মাশুক মিয়ার জনির পা থেকে। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে চট্টগ্রামের দলটির কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন ইউসুফ সিফাত।

চার ম্যাচ খেলে প্রথম হারের স্বাদ পায় চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে দুই জয় নিয়ে ৬ পয়েন্ট মোহামেডানের। দুই দলেরই সেমিফাইনালের আশা বেঁচে আছে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, ১৭ এপ্রিল ২০১৭
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।