ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টাইন পাস্তোরেতে চোখ চেলসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
আর্জেন্টাইন পাস্তোরেতে চোখ চেলসির ছবি: সংগৃহীত

ঢাকা: সামার ট্রান্সফার উইন্ডোতে পিএসজি থেকে হাভিয়ের পাস্তোরেকে দলে ভেড়াতে প্রস্তুত প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর্জেন্টাইন তারকার এজেন্টের সঙ্গে নাকি আলোচনার কাজটাও সেরে রেখেছে ইংলিশ জায়ান্টরা।

ফ্রান্সের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, লঁরা ব্লাঁর অধীনে নিজের খেলার ভূমিকা নিয়ে অসন্তুষ্ট পাস্তোরে। ২৬ বছর বয়সী এ মিডফিল্ডার নিজেই ক্লাব ছাড়ার পথে হাঁটছেন বলে জানা যায়।

চলতি মৌসুম শেষে চেলসির দায়িত্ব নেবেন সাবেক জুভেন্টাস ও বর্তমান ইতালির কোচ অ্যান্তোনিও কন্তে। এ ইতালিয়ান কোচই চাচ্ছেন পাস্তোরেকে স্ট্যামফোর্ড ব্রিজে ভাগিয়ে আনতে। অবশ্য, দু’পক্ষের কেউই এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সবকিছুই গুজব হিসেবে ধরে নেওয়া হচ্ছে।  

পাস্তোরেকে যে চেলসি সহজেই পেয়ে যাবে সে কথা বলার উপাই নেই! আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে ভেড়ানোর দৌড়ে ব্লুজদের ম্যানসিটি, বার্সেলোনা, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপিয়ান জায়ান্টদের সঙ্গে পাল্লা দিতে হবে। চারটি ক্লাবই পাস্তোরের ব্যাপারে তাদের আগ্রহের জানান দিয়েছে।

ইতালির পালের্মো থেকে ২০১১ সালে প্যারিসে পাড়ি জমান পাস্তোরে। আগামী মৌসুমে তাকে অন্য ঠিকানায় দেখা যাবে কিনা তা সময়েই বলে দেবে!

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।