ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অতিথি আর্সেনালের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
অতিথি আর্সেনালের হোঁচট ছবি : সংগৃহীত

ঢাকা: চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিকে এসে আবারো জমে উঠেছে পয়েন্ট টেবিল। এবার অপেক্ষাকৃত দুর্বল দল সান্দারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে হোঁচট খেয়েছে আর্সেনাল।

সান্দারল্যান্ডের ঘরের মাঠে আতিথ্য নেওয়া গানারদের এ ম্যাচে জিতে সুযোগ ছিল সেরা তিনে উঠার। তবে, স্বাগতিকদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে আর্সেনাল।

৩৫ ম্যাচ শেষে গানারদের পয়েন্ট ৬৪। সমান ম্যাচ খেলে তিনে থাকা ম্যানচেস্টার সিটিরও একই পয়েন্ট। এক ম্যাচ কম খেলা টটেনহামের পয়েন্ট ৬৮, অবস্থান দুইয়ে। আর শীর্ষে থাকা লিচেস্টার ৩৫ ম্যাচ খেলে সর্বো্চ ৭৬ পয়েন্ট নিয়ে সকলের ধরা-ছোঁয়ার বাইরে।

ইংলিশ প্র্রিমিয়ার থেকে পরের মৌসুমে শীর্ষ তিন দল সরাসরি খেলবে চ্যাম্পিয়ন্স লিগে। চতুর্থ দলটির সুযোগ থাকবে প্লে-অফ খেলে চ্যাম্পিয়ন্স লিগের আসরে জায়গা পাবার। আর এই লড়াইয়েই খেলতে হচ্ছে পাঁচ থেকে সাতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড (পয়েন্ট ৫৯), ওয়েস্টহাম (৫৬) আর লিভারপুলকে (৫৫)। সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে পাল্লা দিতে হচ্ছে পয়েন্ট খোয়ানো আর্সেনালকে।

সান্দারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৭০.৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেও জয়ের দেখা পায়নি গানাররা। এ ম্যাচে আর্সেনালের হয়ে মাঠে ছিলেন পিতর চেক, বেলেরিন, মারতেসাকার, অ্যারন রামসে, অ্যালেক্সিজ সানচেজ, মেসুত ওজিল আর অলিভার জিরুদের মতো তারকারা। বদলি হিসেবে মাঠে নামেন থিও ওয়ালকট, ওয়েলব্যাক, জ্যাক উইলশায়াররা। ইনজুরি কাটিয়ে দীর্ঘ ১১ মাস পর আর্সেনালের হয়ে মাঠে নামেন উইলশায়ার।

এদিকে, শীর্ষে থাকা লিচেস্টার সিটি ৪-০ গোলে হারিয়েছে সোয়ানসে সিটিকে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ২৫ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।