ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হিগুয়েইনকে বেচে দেবে নাপোলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
হিগুয়েইনকে বেচে দেবে নাপোলি ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় গঞ্জালো হিগুয়েইনের ধারেকাছেও নেই কেউ। লিগ শিরোপার দৌড়ে ছিটকে গেলেও পরবর্তী মৌসুমেও নিশ্চয় নাপোলির পরিকল্পনার বড় অংশ জুড়েই থাকবেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

কিন্তু, সামার ট্রান্সফার উইন্ডোতেই নাকি হিগুয়েইনকে বিক্রি করে দিতে যাচ্ছে নাপোলি।

স্বয়ং নাপোলি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাই এ কথা বলছেন। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের দাবি, মৌসুম শেষেই হিগুয়েইনকে ছেড়ে দেবে তার ক্লাব। ৮৬ বিশ্বকাপের নায়ক মনে করেন, হিগুয়েইনের জায়গায় টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনকে আনা উচিৎ। যত অর্থই লাগুক না কেন তা কোনো ব্যাপার না!

ম্যারাডোনার বিশ্বাস, দুর্দান্ত ফর্মে থাকলেও নাপোলি প্রেসিডেন্ট অরেলিও ডি লরেন্তিস ঠিকই আর্জেন্টাইন স্ট্রাইকারকে বিক্রি করে দেবেন, ‘আমি ডি লরেন্তিসকে চিনি। আমি মনে করি, তিনি হিগুয়েইনকে বেচে দেবেন। নাপোলির হয়ে হিগুয়েইন তার সেরাটাই দিয়েছে। সে এমন ফর্মের পুনরাবৃত্তি করতে পারবে বলে মনে হয় না। আমরা এজেকুয়েল লাভেজ্জির মাঝেও একই জিনিস দেখেছি। ’

নাপোলি কিংবদন্তি যোগ করেন, ‘হিগুয়েইনের অভাব পূরণ করাটা সহজ হবে না। এটা যদি আমার হাতে থাকত তবে আমি টটেনহামের হ্যারি কেনকে বেছে নিব। তার মূল্য কত সেটা আমি জানি না, কিন্তু আমি তাকে সই করাতাম। ’

এ মৌসুমে এখন পর্যন্ত ৩১টি লিগ ম্যাচে ৩০টি গোল করেন হিগুয়েইন। এ তালিকায় দুইয়ে তারই জাতীয় দল সতীর্থ জুভেন্টাসের পাওলো দিবালা (১৬)। নাপোলি তাদের সবশেষ ম্যাচে (২৫ এপ্রিল) রোমার বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ায় তিন ম্যাচ বাকি হাতে রেখেই টানা পঞ্চমবারের মতো জুভিদের শিরোপা নিশ্চিত হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।