ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নের টার্গেট আলেক্সিস সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
বায়ার্নের টার্গেট আলেক্সিস সানচেজ ছবি: সংগৃহীত

ঢাকা: সামার ট্রান্সফার উইন্ডোতে আর্সেনাল থেকে আলেক্সিস সানচেজকে ভাগিয়ে আনতে চায় বায়ার্ন মিউনিখ। অবশ্য, চিলিয়ান তারকার জন্য এখনো অফিসিয়ালি প্রস্তাব দেয়নি জার্মান জায়ান্টরা।

ব্রিটিশ দৈনিক ‘দ্য ডেইলি মিরর’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।

সূত্রমতে, সানচেজকে দলে ভেড়াতে তার গতিবিধি পর্যবেক্ষণ করছে বায়ার্ন। গত বছর ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সেলোনা থেকে আর্সেনালে যোগ দেন ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ড। এমিরেটস স্টেডিয়ামে ২০১৭-১৮ মৌসুম শেষে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।

তবে দু্ই মৌসুম না যেতেই সানচেজের সঙ্গে চুক্তি নবায়ন করতে মরিয়া গানাররা। যেখানে তার সাপ্তাহিক বেতন হতে পারে ১ লাখ ৩০ হাজার পাউন্ড। কিন্তু বায়ার্নের আগ্রহটা যে এখন সবকিছুই এখন জটিল করে তুললো!

সানচেজ নিজে বায়ার্নে যেতে চান কিনা সেটিও তো দেখার বিষয়! চিলিয়ান ফরোয়ার্ড এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। সে যাই হোক, গ্রীষ্মকালীন দলবদলের বাজারে হয়তো সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে! আর্সেনাল নিশ্চয়ই দলের সেরা তারকাকে অত সহজে ছাড়বে না।

ইংল্যান্ডে পাড়ি জমিয়ে প্রথম মৌসুমেই এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা উৎসবে মাতেন সানচেজ। আর্সেনালের হয়ে এখন পর্যন্ত ৮৯ ম্যাচে গোল করেছেন ৪১টি। তার মধ্যে ৬১টি লিগ ম্যাচ প্রতিপক্ষের জালে বল পাঠান ২৮ বার।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।