ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তিন ম্যাচ নিষিদ্ধ সিমিওন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
তিন ম্যাচ নিষিদ্ধ সিমিওন

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেনের ফুটবল ফেডারেশন। তিন ম্যাচের জন্য শিষ্যদের ডাগআউটে থাকতে পারবেন না ৪৫ বছর বয়সী এই কোচ।

গত শনিবার লা লিগার ম্যাচে মাঠে নেমেছিল সিমিওনের অ্যাতলেতিকো এবং মালাগা। ১-০ গোলের জয় পাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে সিমিওনকে ডাগআউট থেকে বহিষ্কার করে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি। এবারে স্পেনের ফুটবল ফেডারেশন লা লিগার তিন ম্যাচের জন্য তাকে বহিষ্কার করেছে।

ম্যাচের এক পর্যায়ে মালাগার একটি আক্রমণের সময় ডাগআউট থেকে মাঠে বল ছুঁড়ে মারেন সিমিওন। ইচ্ছে করেই বল ছুঁড়ে মেরে প্রতিপক্ষের ফুটবলারকে বাধা দেয়ার চেষ্টা করেন তিনি। এ সময় রেফারি খেলা বন্ধ করে দেন। দ্বিতীয়ার্ধে তাকে ডাগআউটে থাকতে দেওয়া হয়নি।

ম্যাচ শেষে সিমিওন দাবী করেন বলটি তিনি ছুঁড়ে মারেননি। আশেপাশে থাকা অন্য কেউ সেটি ছুঁড়ে মারে। তবে, সঙ্গে এটিও জানিয়েছিলেন, দায়িত্বে থাকা রেফারি যা করেছেন তা সঠিক ভাবেই করেছেন।

লা লিগার চলতি আসরে শিরোপার অন্যতম দাবীদার সিমিওন শিষ্যরা। ৩৫ রাউন্ড শেষে বার্সেলোনার শীর্ষে থেকে অর্জন করেছে ৮২ পয়েন্ট। সমান ম্যাচ আর সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে বার্সা এগিয়ে থাকায় দুইয়ে অ্যাতলেতিকো। আর ৮১ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে রিয়াল মাদ্রিদ।

সিমিওনের শিষ্যরা লা লিগায় পরের তিনটি ম্যাচে মাঠে নামবে রায়ো ভালকানো, লেভান্তে আর সেল্টাভিগোর বিপক্ষে। ৩০ এপ্রিল, ০৮ মে আর ১৫ মে’র এই তিনটি ম্যাচেই ডাগআউটে নিষিদ্ধ থাকবেন সিমিওন।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।