ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হাসপাতালে ভর্তি বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, জুন ৩, ২০১৬
হাসপাতালে ভর্তি বক্সিং লিজেন্ড মোহাম্মদ আলী ছবি: সংগৃহীত

ঢাকা: গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি আমেরিকান বক্সার মোহাম্মদ আলী। সাবেক ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নের মূখপাত্র বিষয়টি নিশ্চিত করেন।

তবে ভক্ত-সমর্থকদের উদ্বেগের কোনো কারণ নেই। ডাক্তারদের চিকিৎসা শেষে ৭৪ বছর বয়সী মোহাম্মদ আলীর শারীরিক অবস্থা এখন অনুকূলে। তবে সতর্কতা হিসেবে তাকে আপাতত হাসপাতালে থাকতে হচ্ছে।

১৯৮১ সালের বক্সিং থেকে অবসরের তিন বছরের মাথায় পারকিনসন্স ব্যাধিতে ‍আক্রান্ত হয়েছিলেন মোহাম্মদ আলী। সবশেষ মারাত্মক মূত্রনালীর সংক্রমণে ভুগে গত বছরের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্বকালের অন্যতম সেরা এ ক্রীড়াবিদ।

পরিবারের মূখপাত্র বব গানেল মোহাম্মদ আলী শ্বাসকষ্টজনিত শারীরিক অসুস্থতার বিষয়টি নিশ্চিত করলেও তাকে কোন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় কিংবা কখন ভর্তি করা হয় তা প্রকাশ করেননি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।