ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয়ে শুরু স্পেন-ইতালির, ইব্রাদের হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
জয়ে শুরু স্পেন-ইতালির, ইব্রাদের হোঁচট ছবি: সংগৃহীত

ঢাকা: জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু করলো ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে, দুই ‘ফেভারিটের’ মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে ইতালির কাছে হেরে গেছে বেলজিয়াম।

রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে জয়বঞ্চিত জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন।

চেক রিপাবলিককে ১-০ গোলে স্পেন, বেলজিয়ামকে ২-০ গোলে ইতালি ও আইরিশদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সুইডিশরা।

‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয়ই পেয়েছে স্পেন। তোলাসের মিউনিসিপাল স্টেডিয়ামে চেকদের হারাতে ঘাম ছুটে যায় ইনিয়েস্তা-ফ্যাব্রিগাসদের। শেষদিকে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্প্যানিশরা। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে আন্দ্রেস ইনিয়েস্তার অসাধারণ ক্রসে বল জালে পাঠান জেরার্ড পিকে।

শেষ পর্যন্ত ন্যূনতম ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা। এ ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি অধিনায়ক ইকার ক্যাসিয়াসের। তার পরিবর্তে গোলবার সামলান ডেভিড ডি গিয়া।

লিঁওনে ‘ই’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় ইতালি-বেলজিয়াম। তবে ফ্রান্সে ইউরোর শুরুতেই বড় এক ধাক্কাই খেলেন হ্যাজার্ড-ডি ব্রুইনরা। তারকাসমৃদ্ধ দল হলেও ম্যাচ শেষে হতাশাজনক হারই তাদের সঙ্গী হয়। ইতালির শুরুটা হলো দুর্দান্তই।

প্রথমার্ধের ৩২ মিনিটে ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চির পাসে ইতালিকে লিড এনে দেন মিডফিল্ডার ইমানুয়েল গিয়াচেরিনি। ম্যাচের শেষদিকে ইনজুরি সময়ে বেলজিয়ানদের সমতায় ফেরার শেষ আশাটুকুও ভেস্তে দেন গ্রাজিয়ানো পেল্লে। অ্যান্তোনিও কান্দ্রেভার ক্রস থেকে দুর্দান্ত ভলিতে ২-০ গোলের জয় নিশ্চিত করেন ত্রিশ বছর বয়সী এ সাউদাম্পটন ফরোয়ার্ড।

এদিকে, ‘ই’ গ্রুপের অপর ম্যাচে ভাগ্যের জোরেই এক পয়েন্ট পেয়েছে সুইডেন! আত্মঘাতী গোলের সুবাদে হারের লজ্জা থেকে বেঁচে যান ইব্রাহিমোভিচরা। ফ্রান্সের ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধ থাকে গোলশূন্য।

দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মাথায় সুইডিশদের দুঃস্বপ্ন উপহার দেন রিপাবলিক অব আয়ারল্যান্ড মিডফিল্ডার ওয়েস হুলাহান। তবে নিজেদের ভুলেই কপাল পুড়ে আইরিশদের। ৭১ মিনিটে ডিফেন্ডার কিয়ারান ক্লার্কের আত্মঘাতী গোলে ম্যাচে ১-১ সমতা আসে। নির্ধারিত সময় শেষে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু’দল।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।