ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

একনের জোড়া গোলে ফাইনালে আরামবাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৬
একনের জোড়া গোলে ফাইনালে আরামবাগ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: কেস্টার একনের জোড়া গোলে টিম বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠলো আরামবাগ ক্রীড়া সংঘ। দলের হয়ে অপর গোলটি কেরেছেন জাফর ইকবাল।

আর বিজেএমসির হয়ে একমাত্র গোলটি করেছেন ফরোয়ার্ড জাকির হোসেন জিকু।

বৃহস্পতিবার (২৩ জুন) বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে টিম বিজেএমসির বিপক্ষে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে আরামবাগ। মাঝমাঠ থেকে শুরু করে একেবারে প্রতিপক্ষের পেনাল্টি সীমানা পর্যন্ত ছোট ছোট পাসে ম্যাচের প্রথম ৩০ মিনিট বেশ দক্ষতা দেখিয়েছে কোচ সাইফুল বারী টিটোর শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধের বেশিরভাগ সময় আরামবাগ ভালো খেললেও গোল পেয়ে যায় বিজেএমসি। ৩৭ মিনিটে ডি বক্সের ৩০ গজ বাইরে থেকে বাঁ-পায়ের ফ্রি-কিক নেন বিজেএমসি অধিনায়ক এলিটা কিংসলে। কিংসলের শট গিয়ে পড়ে আরামবাগের একেবারে গোলেবারের সামনে জটলার ভেতর। সেই জটলার ভেতর থেকে বাঁ-পায়ের জোরালো প্লেসিং শটে জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন জাকির হোসেন জিকু।

পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় মিতুল হাসানদের।

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে উঠে পড়ে লেগে যায় বিজেএমসি। ম্যাচের ৫৩ মিনিটে আরামবাগ ডি-বক্সের বামদিকের কিছুটা বাইরে ফ্রি-কিক পায় বিজেএমসি। শট নেন দলটির ডিফেন্ডার খান মোহাম্মদ তারা। কিছুটা রংধনুর মতো শটটি গিয়ে পড়ে কিংসলের মাথায়। তবে গোলবারের বাইরে দিয়ে বলটি চলে গেলে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় বিজেএমসি।

৬৫ মিনিটে বিজেএমসি সীমানায় মিডফিল্ডার অংথোয়াই চিং মারমাকে পেনাল্টি বক্স সীমানায় মিডফিল্ডার শংকর দাস ফাউল করলে পেনাল্টি পায় আরামবাগ। আর সেই পেনাল্টি শট থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার একন খেলায় ১-১ এ সমতা আনেন।

সমতা এনেই ক্ষান্ত থাকেনি আরামবাগ। ৭৩ মিনিটে একক প্রচেষ্টায় একন বিজেএমসির রক্ষণভাগকে বোকা বানিয়ে দলকে এনে দেন ২-১ এর ব্যবধান।

এগিয়ে থেকেও পিছিয়ে পড়া বিজেএমসি সমতায় ফিরতে পারতো। একন বিজেএমসিকে এগিয়ে দেয়ার এক মিনিট পরেই পাল্টা আক্রমণে গিয়েছিল বিজেএমসির কিংসলে। আরামবাগ ডিফেন্ডার ভাষান তাকে ফাউল করলে পেনাল্টি পায় বিজেএমসি। কিন্তু ক্যামেরুন ফরোয়ার্ডের শটটি বারে লেগে ফিরে গেলে সমতায় ফিরতে পারেনি বিজেএমসি।

এখানেই তাদের কষ্টের শেষ নয়। স্টপেজ টাইমে আরামবাগ ফরোয়ার্ড জাফর ইকবাল বিজেএমসির জালে বল জড়ালে ৩-১ গোলের হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় বিজেএমসিকে। আর আরামবাগ ভাসে ফাইনালে উঠার আনন্দে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ২৩ জুন ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।