ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গাম্পার ট্রফির লড়াইয়ে সাম্পদোরিয়ার মুখোমুখি বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
গাম্পার ট্রফির লড়াইয়ে সাম্পদোরিয়ার মুখোমুখি বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: হুয়ান গাম্পার ট্রফির ৫১তম আসরে সাম্পদোরিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। চার বছর পর ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে প্রতিশোধের মিশনেই মাঠে নামবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

২০১২ সালে বার্সাকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে দিয়েছিল সাম্পদোরিয়া।

ন্যু ক্যাম্পে আগামী ১০ আগস্ট (বুধবার) ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ২০১৬-১৭ মৌসুমে এটি হবে লুইস এনরিকের শিষ্যদের প্রথম হোম ম্যাচ।

১৯৯২ সালে সাম্পদোরিয়াকে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপের (চ্যাম্পিয়নস লিগ) শিরোপা জিতেছিল বার্সা। সে সময়ে ইতালিয়ান লিগে তাদের দাপট থাকলেও এখন আর সেই দিন নেই! সাম্পদোরিয়ার একমাত্র সিরি আ ট্রফি এসেছিল ১৯৯০-৯১ মৌসুমে।

লিগ মৌসুম শুরুর আগে ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত হুয়ান গাম্পারের সম্মানে ন্যু ক্যাম্পে প্রতি বছর প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে বার্সা। ১৯৬৬ সালে এর প্রথম আসরের পর্দা উঠেছিল। সেবার জার্মান ক্লাব কোলনকে ৩-১ গোলে হারিয়েছিল কাতালানরা।

এখন পর্যন্ত পঞ্চাশটি আসরের মধ্যে ৩৮টিতেই চ্যাম্পিয়ন হয় বার্সা। কোলন দু’বার শিরোপা ঘরে তোলে। একবার করে ট্রফি উঁচিয়ে ধরে হাঙ্গেরির আজপেস্ট, বুরুশিয়া মনশেনগ্লাডবাখ, ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারনাসিওনাল, এফসি পোর্তো, বেলজিয়ামের মেচেলেন, স্পেনের তেনেরাইফ, ভ্যালেন্সিয়া, জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি ও সাম্পদোরিয়া।

গত বছর রোমাকে ৩-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা উল্লাস করেছিলেন মেসি-নেইমার-সুয়ারেজরা। এবার টানা চারবার হুয়ান গাম্পার ট্রফি জেতার হাতছানি! তবে একমাত্র দল হিসেবে সবশেষ (২০১২) স্বাগতিকদের হারের লজ্জায় ডুবিয়েছিল সাম্পদোরিয়া।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।