ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিষিদ্ধ হলেও খুশি ম্যাট হ্যামেলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
নিষিদ্ধ হলেও খুশি ম্যাট হ্যামেলস ছবি:সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ইতালিকে শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে হারিয়েছে জার্মান। তবে এ ম্যাচে চলতি আসরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ‌জার্মান ডিফেন্ডার ম্যাট হ্যামেলস।

তাই সেমিফাইনালের ম্যাচে মাঠের বাইরেই থাকতে হবে তাকে।

 

শনিবার ফুটবল সমর্থকরা দেখতে পায় এক রোমাঞ্চকর ম্যাচ। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হলে পরে টাইব্রেকারে ইতালিকে ৬-৫ গোলে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার সেমিফাইনালে দলটিকে লড়তে হবে ফ্রান্স অথবা আইসল্যান্ডের বিপক্ষে।

হ্যামেলস জানান, ‘দ্বিতীয় হলুদ কার্ড আমাকে দুঃখ দিয়েছে। কারণ দুটি কার্ড আমাকে পরের ম্যাচে নিষিদ্ধ করেছে। তবে দুই অথবা তিন দিন আমি বিশ্রাম নিতে পারবো। দলের পারফর্ম আর ফাইনালের হাতছানি আমাকে আনন্দ দিচ্ছে। দুঃখের সময়েও তাই আমি খুশি। ’

এদিকে দলের প্রশংসা করে হ্যামেলস আরও বলেন, ‘আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি। পুরো ম্যাচে ইতালির ওপর আধিপত্য বিস্তার করেছি। অবশ্যই আমরা সঠিক পথে এগুচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।