ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আইসল্যান্ড চমকের ইতি, সেমিতে ফরাসিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
আইসল্যান্ড চমকের ইতি, সেমিতে ফরাসিরা

ঢাকা: চলতি ইউরোতে একের পর এক চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আইসল্যান্ডকে ৫-২ গোলে হারিয়ে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ফ্রান্স। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে সেমিতে মাঠে নামবে ফরাসিরা।

এবারের ইউরোতে নিঃসন্দেহে বাজিমাত করেছে আইসল্যান্ড। দলটি এর আগে কোনো বিশ্বকাপ বা ইউরোর আসরে অংশ নেয়নি। এটাই তাদের ফুটবলের ইতিহাসে সেরা সাফল্য হয়ে রইল।

স্তাদে ডি ফ্রান্সে মুখোমুখি হয় দু’দল। ইউরোর বাছাই পর্বে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলকে হারানো আইসল্যান্ড ম্যাচের ১৩তম মিনিটে পিছিয়ে পড়ে। স্বাগতিক তারকা অলিভার জিরুদ ফান্সকে লিড পাইয়ে দেন। ২০ মিনিটের মাথায় পল পগবার গোলে ব্যবধান বাড়ায় দিদিয়ের দেশমের শিষ্যরা।

প্রথমার্ধের ৪৩ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের অ্যাসিস্ট থেকে গোল করে ফরাসি তারকা দিমিত্রি পায়েত। ৪৫ মিনিটে নিজেই গোল করেন গ্রিজম্যান। ফলে, প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রান্স।

প্রথমার্ধে ছিটকে পড়া আইসল্যান্ড বিরতির পর ৫৬ মিনিটের মাথায় ব্যবধান কমায়। সিগথোরসনের গোলে ৫-১ এ ব্যবধানে নেমে আসে। তবে, ৫৯ মিনিটের মাথায় দলের পঞ্চম আর নিজের দ্বিতীয় গোল করেন জিরুদ। ফলে, ৫-১ এ এগিয়ে যায় ফ্রান্স।

৮৪ মিনিটের মাথায় বিরকিরের গোলে ব্যবধান কমায় আইসল্যান্ড। ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসিরা।

আসরের গ্রুপ পর্বে দুর্দান্ত ছিল আওয়ার বয়েজ খ্যাত আইসল্যান্ড। প্রথম ম্যাচেই রুখে দেয় ক্রিস্টিয়ানো রোনালদোদের পর্তুগালকে। পরের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ড্র করে মাঠ ছাড়লেও শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে শেষ ষোলো নিশ্চিত করে দলটি। শেষ ষোলোতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টার নিশ্চিত করে।

অপরদিকে স্বাগতিক হিসেবে ভালো খেলেই শেষ আট নিশ্চিত করে ফ্রান্স। এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে স্বাগতিক দলটি।

ফাইনালে যাওয়ার লড়াইয়ে স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ জার্মানি। টাইব্রেকারে ইতালিকে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছায় বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।