ঢাকা: ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বে লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্বাগতিক ফ্রান্স ও পর্তুগাল। প্যারিসের সেন্ট ডেনিস স্টেডিয়ামে ছন্দময় ফরাসিদের মোকাবেলায় মাঠে নেমেছে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্তীর্থরা।
রোববার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি মাঠে গড়ায়।
প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছে।
পর্তুগালের একাদশ: রুই প্যাট্রিসিও (গোলরক্ষক), সোয়ারেস, পেপে, হোসে ফন্তে, গুয়েরেইরো, মারিও, কারভালহো, সিলভা, সানচেজ, নানি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।
অন্যদিকে ফ্রান্সকে তৃতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট পরাতে একঝাঁক তারকা নিয়ে দল সাজিয়েছেন দিদিয়ের দেশম।
ফ্রান্স একাদশ: লোরিস, সানিয়া, কোশিয়েনলি, উমতিতি, এভরা, পগবা, মাতুইদি, সিসোকো, গ্রিজম্যান, পায়েট ও জিরুড।
***ইউরোর ফাইনালে ফ্রান্স-পর্তুগাল একাদশ
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
আইএ/এমজেএফ