চট্টগ্রাম: ইংলিশ স্ট্রাইকার লি টাকের একমাত্র গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী। চলমার প্রিমিয়ার লিগে টিম বিজেএমসির বিপক্ষে জিতেছে প্রতিযোগিতাটির সর্বোচ্চ চার বারের চ্যাম্পিয়নরা।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আবাহনীর বড় ভরসা হয়ে ছিলেন এই লি টাক। আবাহনীর কোচ জর্জকোটানের আক্রমণ সাজানো ছিল তাকে নিয়েই। ম্যাচের ৩৩তম মিনিটে দুর্দান্ত গোলটি করেন লি টাক। ফুটবল বোদ্ধারা যেই গোলের নাম দিয়েছেন ‘রংধনু শট’।
প্রিমিয়ার লিগের এটাই লি টাকের প্রথম গোল। বিজেএসসির ডি-বক্সের বেশ দূর থেকে দারুণ ফ্রি-কিকে পোস্টঘেঁষে বল জালে জড়ান লি টাক। গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি।
তবে, ম্যাচের ৮২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ঢাকা আবাহনীর এই ইংলিশ স্ট্রাইকার। তার লাল কার্ড মেনে নিতে পারেননি স্টেডিয়ামে থাকা সমর্থকরাও। মোখলেসুর রহমানকে পেছন থেকে ফাউল করে হলুদ কার্ডদেখেন লি টাক। সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে রেফারির দিকে তেড়ে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডেরএই মিডফিল্ডারকে। তবে, ফেডারেশন কাপের শিরোপা জয়ী আবাহনীকে জয় থেকে ফেরাতে পারেনি বিজেএমসি।
লিগে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট অর্জন করেছে ঢাকা আবাহনী। ৭ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়েথাকা চট্টগ্রাম আবাহনী শীর্ষে। সমান ম্যাচে মাত্র দুটি ড্র বিজেএমসির।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৬
এমআরপি