ঢাকা: অলিম্পিক শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরুতেই ধাক্কা খেল দু’বারের গোল্ড মেডেল জয়ী আর্জেন্টিনা। পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে গেছে ম্যারাডোনার উত্তরসূরিরা।
ব্রাজিলের রিও ডি জেনিরোর অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা থাকে গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে আলবিসেলেস্তেদের জালে বল পাঠিয়ে ইউরো জয়ী পর্তুগিজদের গোল উৎসবে মাতান তরুণ ফরোয়ার্ড গনসালো পাসিয়েন্সিয়া।
সমতায় ফিরতে মরিয়া আর্জেন্টিনাকে উল্টো ৮৪ মিনিটে দুঃস্বপ্ন উপহার দেন বদলি হিসেবে নামা ২১ বছর বয়সী মিডফিল্ডার পিতে। দু’টি গোলই আসে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে। ম্যাচ শেষে হুলিও ওলার্তিকোয়েচিয়ার শিষ্যদের কেবল হতাশাই সঙ্গী হয়!
অন্যান্য ম্যাচের ফলাফল: ফিজি ০-৮ দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ২-২ জার্মানি, নাইজেরিয়া ৫-৪ জাপান, সুইডেন ২-২ কলম্বিয়া, হন্ডুরাস ৩-২ আলজেরিয়া ও ইরাক ০-০ ডেনমার্ক।
‘ডি’ গ্রুপে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। রোববার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
এমআরএম