রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে: ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) ময়মনসিংহ পর্বের উদ্বোধনী ম্যাচ। এ ম্যাচের টিকিটের জন্য চলছে হাহাকার।
কিন্তু এ টিকিটই কালোবাজারিতে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। এমনকি জেলা ক্রীড়া সংস্থার কর্মীরাও স্টেডিয়াম সংলগ্ন প্রেসিডেন্সি মডেল স্কুলের কাউন্টার থেকে ৫ থেকে ১০ টাকা অতিরিক্ত রেখে ম্যাচের টিকিট বিক্রি করছেন। আর এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়ামোদী দর্শকরা।
শুক্রবার (০৫ আগষ্ট) বিকেল সাড়ে ৩ টায় স্টেডিয়াম এলাকা ঘুরে দেখা গেলো এমন চিত্রের। জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, ম্যাচ শুরু হবার আধা ঘণ্টা আগেই বিক্রি হয়ে গেছে ১০ হাজার টিকিট। স্টেডিয়ামে তিল ধারণেরও কোনো জায়গা নেই।
শুক্রবার বিকেল সোয়া ৩ টায় স্টেডিয়াম সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের গেট বন্ধ ছিল। গেটের ঠিক পাশেই ৪৫ টাকার টিকিট ৫০ টাকা দামে বিক্রি করছেন মাইকম্যান বাদশা ও মিন্টু। দাম বেশি নিচ্ছেন কেন, জানতে চাইলে বাদশা বলেন, ‘ভাংতি নাই ভাই। এই লেইগ্যা ৫ টাকা বেশি নিতাছি। ’
এখানে টিকিট কিনতে আসা আজিজুর রহমান বলেন, ‘কয়েকদিন মাইকিং করলো ৪৫ টাকা টিকিটের দাম। এখন বলছে ৫০ টাকা। সবার কাছ থেকেই একই রকম দাম রাখছে। ’ এরপর বাংলানিউজের ক্যামেরা তাক করতেই মুহূর্তেই চম্পট দেন কালোবাজারি এ সিন্ডিকেট।
খানিকটা এগুতেই টিকিট বিক্রির নির্ধারিত কাউন্টার নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তন সংলগ্ন প্রেসিডেন্সি মডেল স্কুলের কাউন্টারের দৃশ্যও ঠিক অভিন্ন। সেখানেও মোবারক আলী নামের একজন টিকিট কর্মী বললেন, ‘ভাংতি থাকলে ৪৫ টাকা, না থাকলে ৫০ টাকা। ’
কী পরিমাণ টিকিট বিক্রি হয়েছে জানতে চাইলে মোবারকের ঠিক পাশেই বসে থাকা ব্যস্ত কর্মী আলামিন জানান, ‘টিকিট বিক্রি বাম্পার। সব মিলিয়ে ১০ হাজার টাকা বিক্রি হয়ে গেছে। ’
এখানেই টিকিট বিক্রি করতে গিয়ে দরদরিয়ে ঘামছিলেন রঞ্জিত বাবু নামের একজন। টিকিটের বেশি দাম রাখার বিষয়ে বলেন, ‘একটু বেশি দাম না রাখলে চলমু কীভাবে? এইটা নিয়া লেইখেন না। ’
স্টেডিয়াম এলাকায় প্রবেশ করতেই স্টেডিয়ামের সামনে থেকে পেছন পর্যন্ত সারি সারি লাইন। টিকিট কেটে কার আগে কে ঢুকতে পারেন সেই প্রতিযোগিতা।
এসব বিষয়ে জানতে চাইলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন বাংলানিউজকে জানান, আশাতীত টিকিট বিক্রি হয়েছে। তবে কালোবাজারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। এ সময় বাংলানিউজ তাকে চ্যালেঞ্জ করলে তিনি জানান, এখন সবাই ব্যস্ত। পরে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেই দায় এড়ান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘন্টা, আগষ্ট ০৫, ২০১৬
এমআরপি