ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি

ঢাকা: চলমান রিও অলিম্পিকে ফুটবলের অন্যতম দুই ফেবারিট ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। নেইমারের ব্রাজিল অলিম্পিক মিশনে স্বাগতিক হয়ে ড্র করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর মেসি-ম্যারাডোনার দেশ আর্জেন্টিনা হেরে বসে পর্তুগালের বিপক্ষে।

তবে মিশনের শুরুটা ভালো না হলেও কোয়ার্টার ফাইনালের মঞ্চে উঠতে দৃঢ় প্রতিজ্ঞ ফুটবলের দুই পরাশক্তি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট খোয়ানো ব্রাজিল হতাশা ঝেড়ে পরের ম্যাচেই মাঠে নামবে ইরাকের বিপক্ষে। আর পর্তুগিজদের বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া আর্জেন্টাইনদের পরের প্রতিপক্ষ আলজেরিয়া।

দ্বিতীয় পর্বে ওঠার মিশন এখনও ভালোভাবেই টিকে আছে ব্রাজিল-আর্জেন্টিনার সামনে। তাদের বাকি আরও দুটি করে ম্যাচ। ‘এ’ গ্রুপে থাকা ব্রাজিল গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ডেনমার্কের বিপক্ষে। আর আর্জেন্টাইনদের গ্রুপপর্বের শেষ ম্যাচে চ্যালেঞ্জ জানাবে হন্ডুরাস।

০৮ আগস্ট ইরাকের বিপক্ষে মাঠে নামবে নেইমার বাহিনী। গ্রুপপর্বের শেষ ম্যাচে ১১ আগস্ট ব্রাজিলের প্রতিপক্ষ ডেনমার্ক। দুটি ম্যাচই মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

এদিকে, ‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনা আলজেরিয়ার পর লড়বে হন্ডুরাসের বিপক্ষে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে না জিতলে কোপার হতাশার সঙ্গে অলিম্পিক ফুটবলের যন্ত্রণাও যোগ হয়ে যাবে মেসির দেশটির। বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। আর ১০ আগস্ট রাত ১০টায় হন্ডুরাসের বিপক্ষে লড়বেন জুনিয়ার মেসিরা।

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ:

ব্রাজিল-ইরাক: ০৮ আগস্ট, সকাল ৭টা
ব্রাজিল-ডেনমার্ক: ১১ আগস্ট, সকাল ৭টা

আর্জেন্টিনা-আলজেরিয়া: ০৭ আগস্ট, রাত ৩টা
আর্জেন্টিনা-হন্ডুরাস: ১০ আগস্ট, রাত ১০টা

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।