ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অলিম্পিক হিরোদের নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই টিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
অলিম্পিক হিরোদের নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই টিম ছবি: সংগৃহীত

ঢাকা: অধরা অলিম্পিক গোল্ড মেডেল জয়ের পর ব্রাজিলের সামনে এবার ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ। সেপ্টেম্বরে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে দু’টি ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছেন সেলেকাও কোচ অাদেনর লিওনার্দো বাচ্চি।

যিনি তিতে নামেই সুপরিচিত।

২৩ সদস্যের স্কোয়াডে অলিম্পিক হিরোদের প্রাধান্য দিয়েছেন তিতে। নেইমারের সঙ্গে আছেন দুই উদীয়মান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা ও গ্যাব্রিয়েল জিসাস। অলিম্পিক ফাইনালে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত সেভ করে গোল্ড মেডেল এনে দেওয়ার নায়ক গোলরক্ষক ওয়েভারটনও দলে আছেন।

অলিম্পিক টিমে ২৩ বছরের অধিক বয়সী তিনজন খেলার সুযোগ পান। নেইমারের সঙ্গে যোগ দেয়া মিডফিল্ডার রেনাতো অগাস্টো বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামবেন। রক্ষণভাগে দুর্দান্ত পারফরম্যান্স করা রদ্রিগো কাইয়ো সুযোগ পেয়েছেন।

এদিকে, মারকুইনহোসের পিএসজি সতীর্থ থিয়াগো সিলভা ইনজুরির কারণে নেই। বাদ পড়েছেন গ্যাব্রিয়েল জিসাসের ‘সম্ভাব্য গন্তব্য’ ম্যানসিটির ফার্নানদিনহো।

রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থান ‘নড়বড়ে’। ছয় ম্যাচে দুই জয়, তিন ড্র ও এক পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে সেলেকাওরা। সমান ম্যাচে ১১ পয়েন্টে তিনে আর্জেন্টিনা আর দুই পয়েন্ট এগিয়ে থাকা থাকা উরুগুয়ে শীর্ষে।

আগামী বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ইকুয়েডরের মাঠে নামবে ব্রাজিল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়। বুধবার (৭ সেপ্টেম্বর সকাল পৌনে ৭টা) ঘরের মাঠে কলম্বিয়াকে আতিথ্য দেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: অ্যালিসন (রোমা), মার্সেলো গ্রোহে (গ্রেমিও), ওয়েভারটন (অ্যাতলেতিকো প্যারানেন্স)।

ডিফেন্ডার: গিল (শ্যানডং লুনেং), মারকুইনহোস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), রদ্রিগো কাইয়ো (সাও পাওলো), দানি আলভেজ (জুভেন্টাস), ফাগনার (করিন্থিয়ান্স), ফিলিপে লুইস (অ্যাতলেতিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), গিউলিয়ানো (জেনিত), লুকাস লিমা (সান্তোস), পাওলিনহো (গুয়াংঝো এভারগ্রান্ডে), ফিলিপে কুতিনহো (লিভারপুল), রাফায়েল কারিওকা (অ্যাতলেতিকো ‍মিনেইরো), রেনাতো আগাস্টো (বেইজিং গুয়ান), উইলিয়ান (চেলসি)।

ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল বারবোসা (সান্তোস), গ্যাব্রিয়েল জিসাস (পালমেইরাস), নেইমার (বার্সেলোনা), টাইসন (শাখতার দোনেস্ক)।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।