ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে নেইমারকে ব্রাজিলে থাকার অনুমতি দিয়েছে বার্সেলোনা। সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচির ব্যস্ততা শেষেই ন্যু ক্যাম্পে ফিরবেন অলিম্পিক হিরো।
এরই মধ্যে নেইমারকে রেখে ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের দল ঘোষণা করেছেন সেলেকাও কোচ অাদেনর লিওনার্দো বাচ্চি। যিনি তিতে নামেই সুপরিচিত।
এর আগে প্রত্যাশা করা হয়েছিল, সফল অলিম্পিক শেষে শিগগিরই ক্লাব সতীর্থদের সঙ্গে যোগ দেবেন নেইমার। তবে দলের অন্যতম সেরা তারকাকে খানিকটা বিশ্রামে রাখার পক্ষে বার্সা। তাইতো ব্রাজিলিয়ান সেনসেশনকে বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচ দু’টি শেষ করেই স্পেনে ফেরার অনুমতি দিয়েছেন লুইস এনরিক (বার্সা কোচ)।
তাই আগামী সপ্তাহে বার্সার অ্যাথলেতিক বিলবাও সফর মিস করবেন নেইমার। রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় ম্যাচটি শুরু হবে।
নেইমারকে ছাড়াই লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে কাতালানরা। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই রিয়াল বেটিসের বিপক্ষে ৬-২ ব্যবধানের উড়ন্ত জয় পায় লুইস এনরিকের শিষ্যরা। লিওনেল মেসির জোড়া গোলের সঙ্গে হ্যাটট্রিক উল্লাসে মাতেন লুইস সুয়ারেজ।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
এমআরএম
** অলিম্পিক হিরোদের নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই টিম