ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাশ্চেরানোকে অবসরের হাত থেকে বাঁচিয়েছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
মাশ্চেরানোকে অবসরের হাত থেকে বাঁচিয়েছেন মেসি মেসি ও মাশ্চেরানো-ছবি:সংগৃহীত

ঢাকা: অবসর ভেঙে আবারও আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে জাতীয় দলে ফিরে সমালোচনার মুখে পড়তে হয় অধিনায়ককে।

দিয়েগো ম্যারাডোনার মতো কিংবদন্তি তার প্রত্যাবর্তনের পিছনে সাজানো নাটক ছিল বলে জানিয়েছিলেন।

সমালোচকরা যখন মেসিকে খোঁচা দিচ্ছেন ঠিক তখনই পাশে পেলেন তার প্রিয় বন্ধু জাভিয়ার মাশ্চেরানোকে। মেসি না ফিরলে যিনি নিজেও অবসর নিতেন। তাই তো এলএম টেন ফিরে তাকেও বাঁচিয়েছেন অবসরের হাত থেকে। এমনটি জানান মাশ্চেরানো। তিনি বলেন, ‘মেসি ফিরে আমাকে অবসর থেকে বাঁচিয়েছে। ’

শুক্রবার  উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নামছে আর্জেন্টিনা। তার আগে মিডিয়ার সামনে মাসচেরানো সাফ জানিয়ে দিলেন, বার্সেলোনা তারকা মেসি ছাড়া আর্জেন্টিনা কিছুই না। ‘মেসির খেলা না দেখা মানে তো আর্জেন্টাইনদের কাছে পাপ।   তাই মেসি ফেরায় আমি খুব খুশি। গোটা দল ভাবছিল মেসি ফিরবে তো। ’

মেসি হঠাৎ করে অবসর ঘোষণা করার পর জল্পনা উঠেছিল আগুয়েরো, মাশ্চেরানোরাও নাকি দেশের হয়ে আর খেলবেন না। কিন্তু ১০ নম্বর জার্সির প্রত্যাবর্তন পুরো পরিস্থিতিটাই পাল্টে দিয়েছে।   জাতীয় দলের পাশাপাশি বার্সায় মেসির এই সতীর্থ আরও বলেন, ‘যখন আমার সতীর্থ আর প্রিয় বন্ধু অবসর নিল বাকিরাও ভেবেছিলাম কী করব। কিন্তু শেষমেশ সমস্যা মিটল। দেশের প্রতি ভালবাসাই মেসিকে ফিরিয়ে আনল।

তিনটি ফাইনালে হার। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া বিশ্বকাপই আর্জেন্টিনার বর্তমান প্রজন্মের কাছে শেষ সুযোগ ট্রফি জেতার। কিন্তু মাশ্চেরানো সেটা মানতে নারাজ। আর্জেন্টিনার হয়ে ১০০’র বেশি ম্যাচ খেলা এ তারকা যোগ করেন, ‘তিনটি ফাইনাল হেরে যাওয়ার দুঃখ আছে। কিন্তু তিনটি ফাইনালে যাওয়াও তো বড় ব্যাপার। তার মানে আমরা সঠিক পথেই এগোচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।