ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

জয়ের ধারায় বায়ার্ন, ফের হোঁচট পিএসজির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, সেপ্টেম্বর ১০, ২০১৬
জয়ের ধারায় বায়ার্ন, ফের হোঁচট পিএসজির ছবি: সংগৃহীত

ঢাকা: মোনাকোর বিপক্ষে ৩-১ গোলে হারের পর এবার ঘরের মাঠে সেইন্ট ইতিয়েন্নের সঙ্গে ১-১ গোলের হতাশায় ডুবেছে পিএসজি। মৌসুমের শুরুতেই চার ম্যাচের মধ্যে দু’টিতেই হোঁচট খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, বুন্দেসলিগায় শালকেকে ২-০ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ।

শেষ মুহূর্তের গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়েন কাভানি-ডি মারিয়ারা। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিক পিএসজিকে লিড এনে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মৌরা। ইনজুরি সময়ে ভিজিটরদের সমতায় ফেরান ফরোয়ার্ড রবার্ট বেরিক।

অন্যদিকে, দুর্দান্ত পারফরম্যান্সে উড়ছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ওয়ের্ডার ব্রেমেনকে ৬-০ গোলে হারানোর পর শালকের মাঠে ২-০ ব্যবধানের জয় নিয়ে ঘরে ফেরে বায়ার্ন। প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৮১ মিনিটে ‘‘গোলমেশিন’ রবার্ট লেভানডফস্কি ও ইনজুরি সময়ে বাভারিয়ানদের তিন পয়েন্ট নিশ্চিত করেন তরুণ জার্মান ডিফেন্ডার জোশুয়া কিমিচ।

আগামী শনিবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের পরবর্তী ম্যাচে ইনগলসতাদের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে। আর ফ্রেঞ্চ লিগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় কায়েনের মাঠে আতিথ্য নেবে পিএসজি।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।