ঢাকা: অনন্য এক নজিরই গড়েছে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেব। ঘরের মাঠ স্টাডিয়ন মাকসিমিরিতে লিগের খেলায় টানা ১০৩ ম্যাচ অপরাজিত থাকার পর হার দেখলো দলটি।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডায়নামো সর্বশেষ ঘরের মাঠ স্টাডিয়ন মাকসিমিরিতে হেরেছিল ২০১০ সালের জুলাইয়ে। সেবার রিজেকার বিপক্ষে ২-১ গোলে হার মানে তারা।
এদিন হারের পর অবশ্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ডায়নামোর অধিনায়ক ডোমাগোজ অ্যান্তোলিক। তিনি বলেন, ‘আমাদের এই হারের জন্য আমরা খুবই দুঃখিত। প্রতিপক্ষ ভালো দল, তবে এই হার আমরা কামনা করিনি। ’
আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে ডায়নামো। যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রেঞ্চ ক্লাব লিওন। এই গ্রুপে আরও আছে স্প্যানিশ দল সেভিয়া ও ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস