ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনের হাইভোল্টেজ ম্যাচ ধরা হয়েছিল পিএসজি আর আর্সেনালের মধ্যকার ম্যাচটিকে। ফ্রেঞ্চ লিগ জয়ী পিএসজির মাঠে খেলতে নেমে পিছিয়ে থেকেও ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল।
এ ম্যাচে মাঠে নামার আগে নিজেদের একবারই দেখা হয়েছিল এই দুই দলের। ১৯৯৩-৯৪ মৌসুমের সেই ম্যাচে জিতেছিল আর্সেনাল। গানারদের জয়টি ছিল ২-১ গোলের অ্যাগ্রিগেটে।
ঘরের মাঠে পিএসজিকে প্রথম মিনিটেই এগিয়ে নেন উরুগুয়ের তারকা এডিনসন কাভানি। ম্যাচের প্রধমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ত্যাগ করে স্বাগতিকরা। তবে, খেলার ৭৭তম মিনিটে আর্সেনালের চিলিয়ান তারকা অ্যালেক্সিজ সানচেজ গোল করে ইংলিশ জায়ান্টদের ম্যাচে ফেরান। সমতা নিয়েই শেষ হয় হাইভোল্টেজ ম্যাচটি।
পিএসজি নিজেদের মাটিতে এখন পর্যন্ত খেলা ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে ৪০ ম্যাচের মাত্র একটিতেই হেরেছে। ২৫ ম্যাচ জয়ের পাশাপাশি ১৪ ম্যাচে ড্র করলো দলটি। ২০১৫ সালের এপ্রিলে বার্সেলোনার বিপক্ষে একমাত্র পরাজয়ের ম্যাচটি ছিল ৩-১ গোলের ব্যবধানে।
এদিকে, ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচে সবশেষ খেলা আট ম্যাচের সাতটিতেই জিতেছে আর্সেনাল। গানাররা ৮টি জয়ের পাশাপাশি পাঁচটি ম্যাচ ড্র করলো।
পিএসজির হয়ে মাঠে নেমেছিলেন মারকুইনহোস, ম্যাক্সওয়েল, মার্কো ভেরাত্তি, রেবিওট, ডি মারিয়া, মাতুইদি আর কাভানিরা। বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন থিয়াগো মোত্তা-হাভিয়ের পাস্তোরের মতো তারকারা। ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্কো ভেরাত্তি।
এদিকে, আর্সেনালের হয়ে শুরুর একাদশে মাঠে নেমেছিলেন গোলরক্ষক ডেভিড অসপিনা, মুস্তাফি, মনরিয়াল, সান্তি কাজোরলা, মেসুত ওজিল, চেম্বারলেইন, সানচেজরা। দ্বিতীয়ার্ধে মাঠে নামা অলিভার জিরুদ যোগ করা অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি