ঢাকা: বিকেএসপি অনূর্ধ্ব-১৪ ফুটবল দল ভারতে অনুষ্ঠিত সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৬ এর নিজেদের দ্বিতীয় খেলায় সিকিম দলকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে। সফরে এটাই দলটির প্রথম জয়।
বিকেএসপির হয়ে রাকিব (অধিনায়ক) হ্যাটট্রিক করেন। খেলার প্রথমার্ধে বিকেএসপি রাকিবের দেয়া গোলে লিড নেয়। এরপর দ্বিতীয়ার্ধে রাকিব আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। অপর গোলটি আসে হাবিবুরের পা থেকে।
প্রথম ম্যাচে বিকেএসপি ভারতের গোয়া প্রদেশের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল।
১৮ সেপ্টেম্বর বিকেএসপি নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ পশ্চিম বাংলা দল।
ভারতে অনুষ্ঠিত ডা. আমবেদকার স্টেডিয়ামে ৫৭তম সুব্রতকাপ আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে -২০১৬ তে অংশ নিতে বিকেএসপি ফুটবল দল দিল্লিতে পৌঁছায়। ১৮ সদস্য বিশিষ্ট দলটি গত ১১ সেপ্টেম্বর দিল্লিরে উদ্দেশ্যে ঢাকা ছাড়ে। টুর্নামেন্টে মোট ৩৫ টি দল ৮টি গ্রুপে অংশ নিয়েছে।
বিকেএসপি প্রথম রাউন্ডে পুল-বি’তে পশ্চিম বাংলা, সিকিম, টাফস ও গোয়ার বিরুদ্ধে খেলছে। ১৯ সেপ্টেম্বর টাফসের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে বিকেএসপি।
দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন উজ্জ্বল চক্রবর্তী ও হাসান আল মাসুদ। উল্লেখ্য বিকেএসপি দলটি বাংলাদেশের একমাত্র দল হয়ে প্রতিনিধিত্ব করছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি