ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি আধুনিক যুগের ম্যারাডোনা, বললেন জার্মান গ্রেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
মেসি আধুনিক যুগের ম্যারাডোনা, বললেন জার্মান গ্রেট ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ ফাইনালে দিয়েগো ম্যারাডোনার মুখোমুখি হয়েছিলেন। প্রথমবার ব্যর্থ হলেও পরের আসরেই তার নেতৃত্বে শিরোপা উল্লাসে মেতেছিল তৎকালীন পশ্চিম জার্মানি।

সেই অভিজ্ঞতা থেকেই লিওনেল মেসিকে তার স্বদেশী কিংবদন্তির সমতুল্য ভাবছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস।

এক কথায় বার্সেলোনা ও আর্জেন্টিনার সুপারস্টার মেসিকে আধুনিক যুগের ম্যারাডোনা হিসেবে অভিহিত করেছেন পাঁচটি বিশ্বকাপ খেলা ম্যাথাউস। সর্বকালের সেরা খেলোয়াড় বিতর্কে বরাবরই ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান গ্রেট পেলের সঙ্গে মেসির তুলনা হয়ে আসছে।

ইউরো ও বিশ্বকাপ জয়ী ৫৫ বছর বয়সী ম্যাথাউসের কাছে তুলনা খুঁজে বের করাটা কঠিনই। কিন্তু মেসি এরই মধ্যে যা অর্জন করেছেন তাই বড় করে দেখছেন সাবেক এ ফিফা বর্ষসেরা, ’৩০ বছর আগে ম্যারাডোনা যেমন ছিল মেসি এখন ঠিক তাই। ’

ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারের ম্যারাডোনাময় ৮৬’র মেক্সিকো বিশ্বকাপের কথা তুলে ধরেন ম্যাথাউস, ‘৮৬’র মেক্সিকো বিশ্বকাপের কথা বললে, আমি তা সংক্ষিপ্ত করে শুধুমাত্র ম্যারাডোনার কথাই বলবো। আমি কখনোই এমন কোনো খেলোয়াড় দেখিনি যে একটি ওয়ার্ল্ডকাপে একক আধিপত্য দেখিয়েছে যেমনটি সে করেছিল ৮৬-তে। ’

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।