ঢাকা: ২০১৬ ফিফা ক্লাব ওয়ার্ল্ডকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। সরাসরি সেমিফাইনালে অংশ নেবে চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ।
এবারো জাপানের মাটিতে ক্লাব ওয়ার্ল্ডকাপ অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর আন্তর্জাতিক ক্লাব শ্রেষ্ঠত্বের ইভেন্টটির ১৩তম আসরের পর্দা উঠবে। ইয়োকোহামায় ১৪ ডিসেম্বর ফাইনাল নিশ্চিতের মিশনে মাঠে নামবে রিয়াল। ২০১৪ সালে প্রথমবারের মতো এ শিরোপা জিতেছিল স্প্যানিশ জায়ান্টরা।
ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের চ্যাম্পিয়ন ক্লাব সহ স্বাগতিক দেশের ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন টুর্নামেন্টে অংশ নেবে। ফাইনাল ১৮ ডিসেম্বর। ভেন্য দু’টি। ওসাকা ও ইয়োকোহামা।
মর্যাদাপূর্ণ এই ইভেন্টটিতে সর্বোচ্চ তিনবার (২০০৯, ২০১১, ২০১৫) চ্যাম্পিয়ন তকমা গায়ে লাগায় বার্সেলোনা। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স দু’টি ও একবার করে ট্রফি উঁচিয়ে ধরে যথাক্রমে ইন্টারন্যাসিওনাল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান ও সাও পাওলো।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এমআরএম