ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার সাফল্যের কথা জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বার্সার সাফল্যের কথা জানালেন মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্দান্ত সাফল্যের সঙ্গে ক্লাব বার্সেলোনায় খেলে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। প্রায় ১০ বছর বার্সার মূল দলে খেলা বিশ্বসেরা এই ফুটবলার জানালেন, ক্লাবের ড্রেসিং রুম দলের সাফল্যের মূল চাবিকাঠি।

বার্সায় এখন পর্যন্ত মেসি আটবার লা লিগার শিরোপা জিতেছেন। এছাড়া, চারবার কোপা দেল রে, সাতবার সুপারকোপা ডি এসপানা, চারবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার উয়েফা সুপার কাপ আর তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন মেসি। কাতালানদের হয়ে খেলেছেন ৫৭৫টি ম্যাচ, যেখানে তার গোল সংখ্যা ৪৭৮টি।

স্প্যানিশ এই জায়ান্ট দলটির প্রাণভোমরা মেসি জানান, ‘আমরা আসলে একটি দল হয়েই খেলে থাকি। যার কারণে আমাদের এতো শিরোপা ঘরে এসেছে। দলের সবাই একসঙ্গে কঠোর পরিশ্রম করি, ড্রেসিং রুমে নিজেদের সবকিছু একে অপরের সঙ্গে শেয়ার করি। এখানে কোনো অহংবোধ থাকে না। স্কোয়াডের সবাই সেটা মেনে চলার চেষ্টা করে। ’

বার্সার সেরা এই তারকা আরও জানান, ‘আমরা অনুশীলন মাঠে নিজেদের প্রস্তুতি উপভোগ করি। একসঙ্গে খেলতে গিয়ে উপভোগ করাটা আমাদের ম্যাচে গোল করতে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। ভীষণ চাপের মাঝেও তাই আমরা খেলাটি উপভোগ করতে চেষ্টা করি। ’

আগামী ০২ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে মেসি বাহিনী। হোম ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলের জয় পেয়েছিল বার্সা। অ্যাওয়ে ম্যাচের আগে জয়ের প্রত্যাশা ধরে রেখে ব্রাজিল সেনসেশন নেইমারের প্রশংসা করেন মেসি। চলতি মৌসুমে নেইমারকে সঙ্গে নিয়ে আরও গোল করতে চান বলেও জানান আর্জেন্টাইন তারকা।

মেসি যোগ করেন, ‘নেইমার এমন একটি ছেলে যে আমাদের খুব কাছের একজন। তার পারফর্ম আপনাকে মুগ্ধভাবে প্রশংসা করাতে বাধ্য করবে। দারুণ এক চরিত্র সে। আমরা তার সঙ্গে খুব সহজেই মিশে যেতে পেরেছি আর এক সঙ্গেই ভালো সময় কাটাচ্ছি। পরের ম্যাচে সিটিজেনদের বিপক্ষে সে ভালো কিছুই করবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ৩১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।