ঢাকা: সাবেক বার্সেলোনা তারকা স্যামুয়েল ইতোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। প্রমাণিত হলে চারবারের আফ্রিকান বর্ষসেরার ১০ বছরের জেল হতে পারে।
স্পেনের জনপ্রিয় দৈনিক ‘এল পাইস’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, একজন স্প্যানিশ প্রসিকিউটর ইতোর বিরুদ্ধে বার্সায় থাকাকালীন কর ফাঁকির অভিযোগ তোলেন। বলা হয়, কর্তৃপক্ষের কাছে নিজের পূর্ণ আয়ের হিসাব দেখাতে ব্যর্থ হয়েছেন ৩৫ বছর বয়সী ইতো।
অভিযোগ উঠে, ৩.৪৬ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন ইতো। ২০০৬ থেকে ২০০৯ এ সময়ের মধ্যে নাকি তিনি স্পন্সরশিপ বাবদ আয়ের কর পরিশোধ করেননি।
সূত্রমতে, শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত হলে ১৪ মিলিয়ন ইউরো জরিমানার পাশাপাশি দশ বছরের অধিক সময়ের জেল হতে পারে ইতোর। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি নিজের প্রজন্মের অন্যতম সেরা এ স্ট্রাইকার।
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ইন্টার, চেলসির মতো ক্লাবের হয়ে খেলেছেন ইতো। রিয়ালের জার্সিতে ১৯৯৭ সালে তার পেশাদার ক্লাব ফুটবলে অভিষেক ঘটে। একই বছর ক্যামেরুনের হয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান।
বার্সার (২০০৪-০৯) হয়েই সেরা সময় পার করেন ইতো। কাতালানদের হয়ে সব মিলিয়ে ২০১ ম্যাচে ১২৯টি গোল করেছেন (১৪৫ লিগ ম্যাচে ১০৮)। ২০০৯ সালে পাঁচ মৌসুমের ন্যু ক্যাম্প অধ্যায়ের ইতি টেনে যোগ দেন ইন্টার মিলানে। সে যাই হোক, সাত বছর আগে স্পেন ছাড়লেও বার্সা ক্যারিয়ারই এখন স্যামুয়েল ইতোর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে!
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এমআরএম