ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাফে ভারতের সামনে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
সাফে ভারতের সামনে বাংলাদেশ বাংলাদেশ নারী দল-ছবি:সংগৃহীত

ঢাকা: সাফ নারী চ্যাম্পিয়নশিপের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। শিলিগুঁড়ির কাঞ্চনজংঘা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছ’টায়।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের এই আসরের শুরুটা দুর্দান্তই করেছে লাল-সবুজের প্রমীলা ফুটবলাররা। নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে, ৬-০ গোলে।

 

সন্দেহ নেই, শক্তিমত্তা ও মাঠের রণকৌশলে বাংলাদেশের চাইতে ঢেঢ় এগিয়ে স্বাগতিক ভারত। অতীত পরিসংখ্যানও ভারতের পক্ষেই। কেননা দুই দলের ছয়বারের মুখোমুখি লড়াইয়ে সবকটিতেই জয়ের শেষ হাসি হেসেছে ভারত। সবশেষ গেল ফ্রেব্রুয়ারিতে এসএ গেমসে ভারতের বিপক্ষে ৫-১ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে সাবিনা খাতুন ও তার দল।

তবে সাফে চলতি আসরের পরিসংখ্যানের দিকে তাকালে ফেভারিট বাংলাদেশই। কেননা ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে ভারত যেখানে আফগান প্রমীলাদের ৫-১ গোলে হারিয়েছে, সেখানে বাংলাদেশ জিতেছে ৬-০ গোলের বড় ব্যবধানে।

আর এই বড় জয়কে পাথেয় করে ফাইনালের মিশনে স্বাগতিক ভারতের মোকাবেলা করবে সফরকারী বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ৩১ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমএমএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।