ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ছবিতে ২০১৬ ওয়ার্ল্ড ফুটবল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
ছবিতে ২০১৬ ওয়ার্ল্ড ফুটবল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির বাঁধভাঙা শিরোপা উদযাপন/ছবি: সংগৃহীত

ফুটবলে বহু আলোচিত ঘটনাকে সঙ্গী করে বিদায় নিল ২০১৬ সাল। নতুন কিছুর অপেক্ষায় ২০১৭। প্রিমিয়ার লিগের শিরোপা জিতে রূপকথার জন্ম দেয় লিচেস্টার সিটি। শেষটা হয় হয় রিয়াল মাদ্রিদের ক্লাব বিশ্বকাপ জয় দিয়ে। বিশ্ব ফুটবলে বিগত বছরের দিকে ফিরে তাকাচ্ছে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।

ছবিতে ২০১৬ ওয়ার্ল্ড ফুটবল ফুটিয়ে তুলেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এতে প্রতি মাসের আলোচিত বিষয় উঠে এসেছে।

পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:

২০১৫ ব্যালন ডি’অর বিজয়ী লিওনেল মেসি ও নারী বর্ষসেরা কার্লি লয়েড/ছবি: সংগৃহীত

২০১৬ সালের শুরুতে জমকালো ফিফা ব্যালন ডি’অর অনুষ্ঠানে পঞ্চমবারের মতো বর্ষসেরার স্বীকৃতি পান লিওনেল মেসি। বর্ষসেরা নারী ফুটবলারের ট্রফি উঁচিয়ে ধরেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড।

ফিফার নতুন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (মাঝে)/ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হন উয়েফার সাবেক সাধারণ সম্পাদক জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার সদর দপ্তর জুরিখে ফুটবল ম্যাচ দিয়ে অফিসিয়ালি দায়িত্ব শুরু করেন তিনি।

ফিফা ইন্টারেক্টিভ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন মোহাম্মদ আল বাখা/ছবি: সংগৃহীত

মার্চে নিউইয়র্কে অনুষ্ঠিত ফিফা ইন্টারেক্টিভ ওয়ার্ল্ড কাপ (বার্ষিক ভিডিও গেমিং প্রতিযোগিতা) জিতে নেন ডেনমার্কের মোহাম্মদ আল বাখা। ফাইনালে ইংল্যান্ডের সিন অ্যালেনকে হারানোর পর তার হাতে ট্রফি তুলে দেন স্প্যানিশ তারকা ডেভিড ভিয়া।

শরণার্থী থেকে যুব ফুটবল কোচ হয়ে সাড়া ফেলে দেন ওসামা আব্দুল মোহসেন/ছবি: সংগৃহীত

এপ্রিলের অন্যতম আলোচিত ঘটনা ওসামা আব্দুল মোহসেনের শরণার্থী থেকে যুব দলের কোচ হওয়া। কয়েক বছর আগে নিজের ছেলেকে বন্ধুকে বহন করার মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন একজন হাঙ্গেরিয়ান রিপোর্টার। শরণার্থী হওয়ার আগে জন্মভূমিতে ফুটবল কোচ হিসেবে বেশ সুপরিচিত ছিলেন এ সিরিয়ান। তার নতুন আবাসস্থল স্পেনে এর প্রভাব পড়ে, যেখানে তাকে দ্রুত ভিল্লাভার্ডে বোয়েট্টিচের ক্লাবের যুব কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

লিচেস্টার সিটি সমর্থকদের উল্লাসে ফুটে উঠছে প্রিয় ক্লাবের অভাবনীয় সাফল্যগাঁথা/ছবি: সংগৃহীত

মে মাসে পুরো ফুটবল বিশ্বের মুখে মুখে ছিল লিচেস্টার সিটির নাম। নিজেদের ফুটবল ইতিহাসে স্বল্প বাজেটের ক্লাবটি প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে রূপকথারই জন্ম দেয়।

আর্জেন্টিনাকে কাঁদিয়ে শতবর্ষী কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির বাঁধভাঙা উল্লাস/ছবি: সংগৃহীত

জুনে যুক্তরাষ্ট্রে শতবর্ষী কোপা আমেরিকার বিশেষ আসরের (শতবর্ষ পূর্তি) শিরোপা উৎসবে মাতে চিলি। চিলিয়ানদের কাছে টানা দুই বছর টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয় লিওনেল মেসির আর্জেন্টিনার।

ফ্রান্সের মাটিতে গ্রিজম্যানদের হতাশায় ডুবিয়ে প্রথমবারের মতো ইউরো জয়ের উৎসবে মাতে পর্তুগাল/ছবি: সংগৃহীত

জুলাইয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ার চ্যাম্পিয়নশিপের (ইউরো) শিরোপা জয়ের গৌরব অর্জন করে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে ১-০ তে হারের হতাশায় ডোবে স্বাগতিক ফ্রান্স।

নিজেদের ফুটবল ইতিহাসে অধরা অলিম্পিক গোল্ড জয়ের পর সতীর্থদের সঙ্গে মেডেল হাতে ব্রাজিলের নায়ক নেইমার (বাঁ থেকে তৃতীয়)/ছবি: সংগৃহীত

আগস্টে ঘরের মাটিতে অধরা অলিম্পিক গোল্ড জিতে ইতিহাস গড়ে নেইমারের ব্রাজিল। ১-১ সমতার পর জার্মানিকে পেনাল্টি শুটআউটে (৫-৪) হারিয়ে মধুর প্রতিশোধ নেয় পেলের উত্তরসূরিরা। জার্মানদের কাছেই ২০১৪ বিশ্বকাপের সেমিতে লজ্জাজনক হারের (১-৭) শিকার হয়েছিল সেলেকাওরা।

জর্ডানে অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের খেলা দেখতে আসা শরণার্থী শিশুরা/ছবি: সংগৃহীত

সেপ্টেম্বরে জর্ডানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ ম্যাচে শরণার্থী শিশুদের উপস্থিতি সবার নজর কাড়ে। আল জাতারি শরণার্থী ক্যাম্প থেকে ২৫০ জন শরণার্থী মেয়ে স্বাগতিক দেশের উদ্বোধনী ম্যাচ উপভোগ করে। অবশ্য ৬-০ গোলের বড় ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছিল স্পেন।

প্রথমবার ফিফা ফুটসাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের তকমা গায়ে লাগায় আর্জেন্টিনা/ছবি: সংগৃহীত

অক্টোবরে ফিফা ফুটসালে প্রথমবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের তকমা পায় আর্জেন্টিনা। ফাইনালে রাশিয়াকে হারিয়ে কলম্বিয়ায় বাঁধভাঙা উল্লাসে মাতে দক্ষিণ আমেরিকান পরাশক্তিরা।

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাপেকোয়েন্সে ট্র্যাজেডির পর ফুটবল বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে/ছবি: সংগৃহীত

নভেম্বরের শেষদিকে কলম্বিয়ায় মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি গোটা বিশ্বকে নাড়া দেয়। কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে যাওয়ার পথে অন্যান্য যাত্রীদের সঙ্গে ব্রাজিলের শাপেকোয়েন্সে ফুটবল ক্লাবের প্রায় সকল খেলোয়াড় না ফেরার দেশে পাড়ি জমান। প্রতিপক্ষ কলম্বিয়ান ক্লাব অ্যাতলেতিকো ন্যাসিওনালের অনুরোধে শাপেকোয়েন্সেকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

জাপানে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় দিয়ে বছর শেষ করে রিয়াল মাদ্রিদ/ছবি: সংগৃহীত

ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে বছরটা স্মরণীয় করে রাখে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে অতিরিক্ত সময়ে গড়ানো শিরোপা নির্ধারণীতে স্বাগতিক কাশিমা অ্যান্টলার্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।