গত বছরের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব কাঁধে নেন জিদান। তার অধীনে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে ২০১৬ সালটা স্মরণীয় করে রাখে স্প্যানিশ জায়ান্টরা।
মযার্দাপূর্ণ এ অ্যাওয়ার্ড পাওয়ার রেসে অপর দুই প্রতিদ্বন্দ্বী লিচেস্টার সিটির ক্লদিও রানিয়েরি ও পর্তুগালের ইউরো জয়ী কোচ ফার্নান্তো সান্তোস। তিনজনের চূড়ান্ত তালিকায় থাকা জিদানের বিশ্বাস, এ দু’জন তার চেয়ে আরো বেশি অভিজ্ঞ এবং তারা বিজয়ী হওয়ার যোগ্য।
সেরার আসন না পেলে অবাক হবেন কিনা এক প্রেস কনফারেন্সে এমন প্রশ্নের জবাবে জিদান বলেন, ‘না, অবশ্যই নয়। আমি মনে করি, অন্য কেউ জিতলেই এটা পুরোপুরি যুক্তিসঙ্গত হবে। আমি মাত্রই এখানে এসেছি, সবকিছুই নতুন। আমাকে পরিশ্রমের ধারা বজায় রাখতে হবে এবং আরো বেশি কিছু প্রদর্শন করতে হবে যেটা আমার জন্য যুক্তিসঙ্গত। ’
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ৪ জানুয়ারি, ২০১৭
এমআরএম