হুয়ান কার্লোস ডি লা কুয়েস্তার হাতে পুরস্কারটি তুলে দেন স্পেনের কিংবদন্তি ফুটবলার কার্লোস পুয়েল-ছবি:সংগৃহীত
কলম্বিয়ান ক্লাব অ্যাতলেটিকো ন্যাসিওনালকে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের জুরিখে দলটির চেয়ারম্যান হুয়ান কার্লোস ডি লা কুয়েস্তার হাতে পুরস্কারটি তুলে দেন স্পেনের কিংবদন্তি ফুটবলার কার্লোস পুয়েল।
ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েন্সের প্রতি উদারতা প্রদর্শন করায় ফিফা তাদের এমন সম্মান দেয়।
কোপা সুদামেরিকানার ফাইনাল খেলতে বিমানযোগে কলম্বিয়ায় যাচ্ছিল শাপেকোয়েন্সের ফুটবলাররা।
তবে অ্যাতলেটিকো ন্যাসিওনালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচটি আর খেলতে পারেনি সেলেকাওদের ক্লাবটি। মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ক্লাবের তিন ফুটবলার বাদে বাকিরা নিহত হন।
পরে ন্যাসিওনাল ফাইনাল ম্যাচটিতে শাপেকোয়েন্সকে জয়ী ঘোষণা করে। এছাড়া ক্লাবটির পাশে এসে দাঁড়ায়। দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের থেকে অনুমতি নিয়েই এমনটি করা হয়। আর এই দলটির এমন উদারতায় ফিফা ক্লাবটিকে সম্মানে ভূষিত করলো।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ১০ জানুয়ারি, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।