ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চীনে উড়াল দিতে রাজি পেপে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
চীনে উড়াল দিতে রাজি পেপে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানছেন পেপে/ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারিতে ৩৪-এ পা রাখবেন পেপে। রিয়াল মাদ্রিদে প্রায় এক দশক কাটানোর পর এবার চাইনিজ সুপার লিগে পাড়ি জমাচ্ছেন পর্তুগিজ তারকা। স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, সান্তিয়াগো বার্নাব্যুতে বর্তমান চুক্তির মেয়াদ শেষেই হেবেই চায়না ফরচুন ক্লাবে যোগ দিতে রাজি এ অভিজ্ঞ সেন্টারব্যাক।

চলতি মৌসুমের (২০১৬-১৭) পর পেপের চুক্তির মেয়াদ শেষ হবে। জানা যায়, চাইনিজ ক্লাবটিতে বছরে ১৫ মিলিয়ন ইউরো পাবেন তিনি।

যা তার বর্তমান পারিশ্রমিকের তিনগুণ।

এদিকে, জিনেদিন জিদানের রিয়ালের সঙ্গে পেপের দু’বছরের নতুন চুক্তির গুঞ্জনও উঠছে। তবে ক্লাবের নিয়ম অনুযায়ী, তাকে নাকি এক বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

হেবেই চায়না ফরচুনের দায়িত্ব সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। যেখানে তারকা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন এজেকুয়েল লাভেজ্জি, জার্ভিনহো ও সাবেক সেভিয়া মিডফিল্ডার স্টিফান এমবিয়া।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।