ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিগ কাপের ফাইনালে মরিনহোর ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
লিগ কাপের ফাইনালে মরিনহোর ইউনাইটেড লিগ কাপের ফাইনালে মরিনহোর ইউনাইটেড/ছবি: সংগৃহীত

ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। হাল সিটির মাঠে ফিরতি পর্বের ম্যাচে ২-১ গোলে হেরে গেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে শিরোপা নির্ধারণীতে পা রাখে হোসে মরিনহোর শিষ্যরা।

ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলের জয়ে আগেই ফাইনালে এক পা দিয়ে রেখেছিল রেড ডেভিলসরা। কিন্তু, কিংসটন কমিউনিকেশনস স্টেডিয়ামে ২-১ ব্যবধানের হার সঙ্গী হয় রুনি-ইব্রাহিমোভিচদের।

পল পগবার একমাত্র গোলেই অনিশ্চয়তা দূর হয়! নইলে খেলা গড়াতো অতিরিক্ত সময়ে।

প্রথমার্ধের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে লিড নেয় হাল সিটি। স্পট কিকে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার টম হাডলসটন। ৬৬ মিনিটে ম্যানইউকে সমতায় ফিরিয়ে অ্যাওয়ে গোলের সুবিধা এনে দেন ফ্রেঞ্চ সেনসেশন পগবা। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড ওমর নায়াসে।

...

হেরে গেলেও ফাইনাল নিশ্চিতের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা। অ্যাওয়ে গোল না থাকায় হাল সিটিকে আরো দুই গোল করতে হতো।

মর্যাদাপূর্ণ এ আসরে চারবারের চ্যাম্পিয়ন ম্যানইউর সবশেষ ট্রফিটি আসে ২০০৯-১০ মৌসুমে। ২৬ ফেব্রুয়ারির শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ সাউদাম্পটন। যাদের কাছে হেরে শেষ চার থেকে বিদায় নেয় লিভারপুল।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।