১২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় লিচেস্টার সিটির স্ট্রাইকার জেমি ভার্ডি ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েইন রুনি আট শতাংশ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
লিভারপুলের ২৮ বছর বয়সী লালানা ২০১৬ সালে থ্রী-লায়ন্সদের হয়ে নিয়মিত মাঠে ছিলেন।
সর্বশেষ দু’বার এই সম্মানটি অর্জন করেছিলেন ইংলিশ অধিনায়ক রুনি। তাই বড় তারকাদের পেছনে ফেলে এমন পাওয়াটাকে বড় করে দেখছেন লালানা, ‘এই পুরস্কারটা আমার জন্য অনেক বড় সম্মানের। আসলে ক্লাবে আমার মৌসুমটা দারুণ কেটেছে। আর কেউ যখন ক্লাবে ভালো খেলবে তখন জাতীয় দলেও এর প্রভাব পড়বে। ’
লালানা ২০১৩ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলেন। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৯টি ম্যাচে তিনটি গোল করেছেন তিনি। পাশাপাশি ইংলিশ জায়ান্ট ক্লাব লিভারপুলের হয়ে ৭৬ ম্যাচে ১৬টি গোল করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৭
এমএমএস