টনি ক্রুস/ছবি: সংগৃহীত
প্রচণ্ড ঝড়ের কারণে স্থগিত হয়েছে রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো ম্যাচ। এর খেসারত দিতে হচ্ছে টনি ক্রুসকে! এক ম্যাচের নিষেধাজ্ঞা উঠে যেত এ ম্যাচটি হয়ে গেলেই। তাই জার্মান মিডফিল্ডারের মাঠে নামার অপেক্ষাটাও দীর্ঘায়িত হলো।
পরবর্তী লিগ ম্যাচে স্বাগতিক ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল। এ ম্যাচে ক্রুসের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় খেলা শুরু হবে। সেল্টার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল ৫ ফেব্রুয়ারি একই সময়ে। এ ম্যাচের পরিবর্তিত সূচি এখনো ঘোষণা করেনি লা লিগা কর্তৃপক্ষ।
অর্থাৎ, দু’সপ্তাহেরও অধিক সময় খেলার বাইরে থাকতে হচ্ছে ২৭ বছর বয়সী ক্রুসকে। ফিরবেন নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ (১৬ ফেব্রুয়ারি) দিয়ে। যদি না এর মাঝে সেল্টা ম্যাচের সূচি নির্ধারণ করা হয়।
গত ৩০ জানুয়ারি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলে জেতা ম্যাচটিতে মৌসুমের পঞ্চম হলুদ কার্ডে এক ম্যাচে নিষেধাজ্ঞার আওতায় পড়েন ক্রুস। এটিই ছিল গ্যালাকটিকোদের সবশেষ ম্যাচ।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ৫ ফেব্রুয়ারি, ২০১৭
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।